পুলিশ জানিয়েছে, মৃত কিশোরের নাম জিতেশ এবং আহত কিশোরের নাম প্রাংশু, বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ঘটনার ভয়ঙ্কর ভিডিওটি। ভিডিওতে দেখা গিয়েছে, মৃত কিশোর জিতেশ একটি স্কুটারে বসে তার বন্ধু প্রাংশুর সঙ্গে গল্প করছিল। এমন সময় হঠাৎ এসির আউটডোর ইউনিট ভেঙে পড়ে জিতেশ এবং প্রাংশুর মাথায়। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে দু’জন (ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা)।
advertisement
আরও পড়ুন: দুবাই থেকে অন্তর্বাসে লুকিয়ে বালা এনেছিলেন মহিলা, ধরিয়ে দিল একটি ভুলই
ঘটনা নিয়ে এক পুলিশ অফিসার বলেন, “শনিবার সন্ধে ৭টার সময় একজনের মাথার উপর এসির আউটডোর ইউনিট ভেঙে পড়ার খবর আসে দেশবন্ধু রোড থানায়। তিনতলা থেকে দু’মাথায় এসির ইউনিটটি ভেঙে পড়েছে”।
পুলিশ অফিসার আরও জানান, ঘটনার পরে সঙ্গে সঙ্গে দুই কিশোরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, হাসপাতালে জিতেশকে মৃত বলে ঘোষণা করা হয়, অন্যজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
দুই কিশোরের মৃত্যুতে ভারতীয় ন্যায় সংহিতার ১২৫এ (অন্যের ক্ষতি বা জীবন সংশয়ের কারণ হতে পারে এমন কোনও কাজ) এবং ১০৬ (অবহেলার কারণে অন্যের প্রাণনাশ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পূর্ণ তদন্ত করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
