এরইমধ্যে ইন্ডিয়া ও এনডিএ জোটের শরিকদের মধ্যে চলছে চরম তৎপরতা। বুধবার ইন্ডিয়ার বৈঠকের পরে রাতেই সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবের বাড়ি যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৪৫ মিনিট বৈঠক হয়েছে অভিষেক এবং অখিলেশের। আর তাতেই জল্পনা বাড়ছে। যদিও এই সাক্ষাৎ নেহাতই সৌজন্য সাক্ষাৎ বলে জানা যাচ্ছে তৃণমূলের দলীয় সূত্রে।
advertisement
সূত্রের খবর, বুধবার অখিলেশ, অভিষেকের বৈঠকের পরই শিবসেনার সঞ্জয় রাউতের বাড়িতে হাজির হন আপ রাজ্যসভার সাংসদ রাঘব চড্ডা। অন্যদিকে জেপি নাড্ডার বাড়িতে বৃহস্পতিবার সকালেই শুরু হয়েছে বিজেপি শীর্ষকর্তাদের বৈঠক। বৈঠকে উপস্থিত হয়েছেন খোদ অমিত শাহ। সব মিলিয়ে চরম তৎপরতা রাজধানীর অলিন্দে।
আরও পড়ুন: ‘আজ থেকেই আমি এই কাজ শুরু করছি…’, ভোটের ফলাফল সামনে আসতেই বিস্ফোরক দিলীপ ঘোষ!
প্রসঙ্গত, বুধবারই দিল্লিতে আনুষ্ঠানিক ভাবে একপ্রস্থ আলোচনায় বসেছিলেন NDA-র শরিক দলগুলির প্রধানরা। উচ্চ পর্যায়ের এই বৈঠকে উপস্থিত ছিলেন জোটের অন্যতম প্রধান দুই শরিক চন্দ্রবাবু নাইডু এবং নীতীশ কুমার। সূত্রের খবর, নরেন্দ্র মোদিকেই NDA সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হবে বলেও সিদ্ধান্ত হয় সেই বৈঠকে। কোনও সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব সরকার গঠন করা উচিত বলেই সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে। জানা যাচ্ছে ৭ জুন আরও একবার আলোচনায় বসবেন এনডিএ জোট। তাতেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।
অন্যদিকে বুধবার ইন্ডিয়া জোটের শরিকদের মধ্যেও একপ্রস্থ বৈঠক হয়। জোটের আগাম স্ট্র্যাটেজি-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় ওই বৈঠকে। সূত্রের খবর ইন্ডিয়া জোটের শরিক দলগুলি মিলে সিদ্ধান্ত নিয়েছে, তারা সরকার গঠনের কোনও চেষ্টা করবে না, বিরোধী আসনেই বসবে। যদিও শেষমেশ সমীকরণ কী দাঁড়ায়, দুই শিবিরের জোট শরিকগুলি চূড়ান্ত কী সিদ্ধান্ত নেয় সেদিনকেই তাকিয়ে গোটা দেশ।