TRENDING:

Abhishek Banerjee: ‘রাজনৈতিক স্বার্থ কখনও দেশের জাতীয় নিরাপত্তার চেয়ে বড় হতে পারে না...’ বিদেশের মাটিতে জাতীয়তাবাদের পাঠ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 

Last Updated:

রাজনৈতিক সৌজন্য দেখাচ্ছে না কেন্দ্রের শাসক দল ৷ সমালোচনায় তৃণমূল কংগ্রেস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: ভারতে জঙ্গি হামলা নিয়ে যখন সংসদীয় সর্বদলীয় প্রতিনিধিদলের অংশ হিসেবে বিদেশের মাটিতে পাকিস্তানকে নিশানা করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই সময়ে বাংলায় এসে শাসক দলকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসেছেন অমিত শাহও। এই পরিস্থিতিতে, কুয়ালালামপুরে বিজেপির নাম না করে জাতীয়বাদের পাঠ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । বললেন, ‘‘আমার রাজনৈতিক স্বার্থ কখনও দেশের জাতীয় নিরাপত্তার চেয়ে বড় হতে পারে না।“ এই প্রসঙ্গে ইতিমধ্যেই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। তাদের পক্ষ থেকে বলা হচ্ছে শাসক-বিরোধী সমালোচনা থাকতেই পারে। কিন্তু যে সময়কে বাছাই করে রাজ্যে এসে বিজেপির নেতারা রাজনৈতিক আক্রমণ শানাচ্ছেন তা অত্যন্ত খারাপ।
বিদেশের মাটিতে জাতীয়তাবাদের পাঠ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 
বিদেশের মাটিতে জাতীয়তাবাদের পাঠ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 
advertisement

আরও পড়ুন– উত্তরবঙ্গ ভিজবে বৃষ্টিতে, দক্ষিণবঙ্গে চরম আর্দ্রতা জনিত অস্বস্তি ! আগামী ক’দিন আবহাওয়া কেমন? দেখে নিন

দেশের নিরাপত্তা নিয়ে কেন্দ্রের পাশে দাঁড়িয়ে তৃণমূল সৌজন্য দেখানোর পরেও বৃহস্পতিবার বাংলায় এসে শাসকদলকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তার কিছুক্ষণ পরেই নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে পাল্টা হুঙ্কার দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, রাজনীতির হোলি খেলতে এসেছেন প্রধানমন্ত্রী। এই পরিস্থিতিতে এটা শোভা পায় না। সর্বদলীয় প্রতিনিধি দলে তৃণমূলের তরফে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দেশের হয়ে বিদেশে গলা ফাটাচ্ছেন, তখন প্রধানমন্ত্রী এই ধরনের কথা কী ভাবে বলেন! এর পরে কুয়ালালামপুরে গিয়ে বিজেপি বা মোদির নাম না করে জাতীয়তাবাদের পাঠে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করি। কেন্দ্রের শাসকদলের সঙ্গে আমার মতবিরোধ থাকতে পারে, কিন্তু এখানে আমি ভারতের প্রতিনিধিত্ব করছি। আমি আমার রাজনৈতিক স্বার্থকে আমার জাতীয় স্বার্থের পথে আসতে দেব না। জাতির সার্বভৌমত্ব এবং নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে, আমি আমার দেশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াব।“

advertisement

আরও পড়ুন– বন্যা পরিস্থিতি ত্রিপুরায় ! ত্রাণ শিবির পরিদর্শন মুখ্যমন্ত্রী মানিক সাহার, কেন্দ্রের তরফেও সাহায্যের আশ্বাস

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

পরে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেও অভিষেক লেখেন, “বর্তমান শাসক দলের সঙ্গে আমার মতভেদ থাকতে পারে। কিন্তু এখানে আমি ভারতের প্রতিনিধি। আমার রাজনৈতিক স্বার্থ কখনও দেশের জাতীয় নিরাপত্তার চেয়ে বড় হতে পারে না। দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে, আমি আমার দেশের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই।”

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Abhishek Banerjee: ‘রাজনৈতিক স্বার্থ কখনও দেশের জাতীয় নিরাপত্তার চেয়ে বড় হতে পারে না...’ বিদেশের মাটিতে জাতীয়তাবাদের পাঠ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল