অভিনব মনোহর সাদারাঙ্গানিকে লখনউ সুপার জায়ান্টস ২ কোটি ৬০ লক্ষ টাকায় দলে নিয়েছে। অভিনব সদারঙ্গানির বেস প্রাইস ছিল ২০ লাখ টাকা। ঘরোয়া ক্রিকেটে নিজের ব্যাটিং দিয়ে নজর কেড়েছেন অভিনব।তাই আইপিএলের মেগা নিলামে তাঁকে দলে পেতে ঝাঁপিয়েছিল একাধিক ফ্র্যাঞ্চাইজি।
advertisement
অভিনব মনোহরের বয়স ২৭ বছর। তিনি কর্ণাটকের ব্যাঙ্গালোরে থাকেন। ঘরোয়া টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অভিষেক হয়েছিল তাঁর। আগ্রাসী ব্যাটিংয়ের জন্য পরিচিত তিনি। এছাড়াও, বোলিংয়েও দক্ষ। অভিনব লেগ ব্রেক স্পিনার। তিনি হার্দিক পান্ডিয়ার মতো লোয়ার মিডল অর্ডারে দ্রুত রান করার জন্য পরিচিত।
সৈয়দ মুস্তাক আলি ট্রফির চারটি ম্যাচে ৫৪ গড়ে এবং ১৫০ স্ট্রাইকরেটে ১৬২ রান করেছিলেন তিনি। হাফ সেঞ্চুরিও করেন। টি-টোয়েন্টি কেরিয়ারের চার ইনিংসে তিনি ১১টি চার এবং ১১টি ছক্কা মেরেছেন। দুটি ক্যাচও নেন তিনি।
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন অভিনব মনোহর সদরাঙ্গানি মধ্যবিত্ত পরিবারের ছেলে। তাঁর বাবা মনোহর সাদারাঙ্গানি আগে বেঙ্গালুরুতে একটি জুতোর দোকান চালাতেন। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি আগ্রহ অভিনবের। অনেক প্রতিকূলতা কাটিয়ে ক্রিকেট খেলেছেন তিনি।