সকাল গড়িয়ে রাত ৷ ভারতে ফেরার অপেক্ষায় অভিনন্দন ৷ একটু পরেই পা রাখবেন ভারতের মাটিতে ৷ ভারত থেকে মাত্র ৭০০ মিটার দূরে রয়েছেন অভিনন্দন ৷ সম্ভবত শুক্রবার রাত ৯.০৫ মিনিটের মধ্যে ভারতে পৌঁছাবেন অভিনন্দন ৷
ওয়াঘায় চলছিল অভিনন্দনের শারীরিক পরীক্ষা ৷ সীমান্তে রয়েছে মেডিক্যাল টিম ৷ এছাড়া নথিপত্র পরীক্ষা নিরীক্ষা করতে প্রায় পাঁচ ঘণ্টা সময় লেগেছে ওয়াঘায় ৷ চা খেতে দেওয়া হয় অভিনন্দনকে ৷ অভিনন্দনের পিস্তল ফেরত দেওয়া হয় ৷ পাক বিটিং দ্য রিট্রিটের পর কিছুক্ষণের মধ্যেই দেশে ফিরবেন অভিনন্দন ৷ উইং কমান্ডার অভিনন্দনের সঙ্গে রয়েছেন ক্যাপ্টেন কুরিয়ন ৷
advertisement
দেশে ফেরার পর ফের শারীরিক পরীক্ষা করা হবে অভিনন্দন বর্তমানের ৷
সীমান্তে অপেক্ষায় অভিনন্দনের বাবা, স্ত্রী ৷ নিয়ে যাওয়া হবে অমৃতসর এয়ারবেসে ৷ সেখান থেকে বিশেষ বিমানে দিল্লি নিয়ে যাওয়া হবে অভিনন্দনকে ৷