TRENDING:

আরুষি হত্যাকাণ্ডে বেকসুর খালাস তলোয়ার দম্পতি

Last Updated:

আরুষি হত্যাকাণ্ডে বেকসুর খালাস তলোয়ার দম্পতি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 #নয়াদিল্লি: আরুষি মামলায় রেহাই পেলেন তলোয়ার দম্পতি । আরুষি হত্যায় বাবা-মা রাজেশ ও নূপুরের বিরুদ্ধে কোনও তথ্য-প্রমাণ নেই। পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের। তাই বৃহস্পতিবার তাদের বেকসুর খালাস দিল হাইকোর্ট ৷
advertisement

এর আগে আরুষি ও হেমরাজ হত্যা মামলায় সিবিআই আদালতে দোষী সাব্যস্ত হন রাজেশ ও নূপুর তলোয়ার ৷ আদালত তাদের যাবজ্জীবনের সাজা শোনায় ৷ নিম্ন আদালতের সেই রায় খারিজ করে এদিন এলাহাবাদ হাইকোর্ট জানিয়ে দেয় রাজেশ ও নূপুর নির্দোষ ৷ তাদের বিরুদ্ধে নিজের মেয়ে আরুষিকে খুনের কোনও প্রমাণ নেই ৷ অতএব, সব দায় থেকে মুক্ত তরোয়ার দম্পতি ৷

advertisement

এই রায়ে তীব্র অসন্তুষ্ট সিবিআই ৷ তারা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট আপীল করার কথা ভাবছেন ৷

আর কয়েকদিন বাদেই ১৮ বছরের জন্মদিন সেলিব্রেট করার কথা ছিল তার ৷ কিন্তু ২০০৮ সালের ১৫-ই মে গভীর রাতে নিজের শোয়ার ঘরে খুন হয় আরুষি। প্রথমে তদন্তে মূল অভিযুক্ত হিসেবে উঠে আসে ঘটনার পর থেকেই বেপাত্তা পরিচারক হেমরাজের নাম । কিন্তু পরেরদিনই মামলার মোড় ঘুরে যায় ৷

advertisement

Aarushi Timeline

তরোয়ারদের বাড়ির ছাদ থেকে উদ্ধার হয় হেমরাজের দেহ। দু’জনকে খুন ও প্রমাণ লোপাটের অভিযোগ ওঠে তলোয়ার দম্পতির বিরুদ্ধে। তাঁদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় সিবিআই আদালত।

২০১৩ সাল থেকে জেলে তলোয়ার দম্পতি। সিবিআই আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতে আবেদন করেন তালোয়ার দম্পতি। সেই আবেদন মঞ্জুর করেই এদিন এলাহাবাদ হাইকোর্টের এই রায় ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এখন প্রশ্ন তাহলে ৯ বছর আগে আরুষি ও হেমরাজকে কে খুন করেছিল ৷ সেই উত্তর এখনও অমিল ৷

বাংলা খবর/ খবর/দেশ/
আরুষি হত্যাকাণ্ডে বেকসুর খালাস তলোয়ার দম্পতি