বুধবারই খবরে এসেছিল কেন্দ্রীয় সরকারের ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’ ক্যাম্পেন থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলিউড অভিনেতা আমির খানকে ৷ এই খবর ছড়িয়ে পড়তেই আমিরকে নিয়ে গোটা দেশে শুরু হয়েছিল নতুন বিতর্ক ৷ সঙ্গে ফের চাগাড়া দিয়ে উঠেছিল ‘অসহিষ্ণুতা’ প্রসঙ্গ ৷ অনেকেই মনে করছেন ‘অসহিষ্ণুতা’র রাজনীতি নিয়ে মুখ খোলাতেই নাকি সরানো হল আমির খানকে ৷ বিষয়টিকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের সমালোচনাও করেছেন বিরোধী পক্ষ কংগ্রেস দল ৷ তবে আমিরা খান নিজের কায়দায় জানিয়েছেন, ‘কোন সরকারি ক্যাম্পেনে কে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হবেন তা ঠিক করার এক্তিয়ার সম্পূর্ণভাবেই সরকারের৷’ আমিরের কথায়, ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’-র ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে গর্বিত৷ ১০ বছর ধরে ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলাম ৷ দেশের হয়ে কাজ করতে পেরে খুশি ৷ ভবিষ্যতেও কাজ করতে চাই ৷ সব সরকারি কাজ বিনা পারিশ্রমিকে করেছি ৷ সরকারের এই সিদ্ধান্তকে সম্মান জানাই ৷ দেশের ভালোর জন্য যা করণীয় সরকার তা করবেন ৷’ অন্যদিকে অমিতাভ জানালেন, ‘দেশের মুখ হতে তৈরি,ইনক্রেডিবল ইন্ডিয়া’র ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে তৈরি৷ ’
advertisement