যে ৮টি রাজ্যকে আম আদমি পার্টি এবার পাখির চোখ করেছে, তার মধ্যে বিজেপি, কংগ্রেস শাসিত একাধিক রাজ্য যেমন রয়েছে, সেরকমই রয়েছে বাম শাসিত কেরল৷ এই সব রাজ্যের অফিস পদাধিকারিকদের নাম ঘোষণা করেছে অরবিন্দ কেজরীওয়ালের দল৷ তালিকায় পশ্চিমবঙ্গের নাম না থাকলেও রয়েছে প্রতিবেশী রাজ্য অসমের নাম৷
আরও পড়ুন: হরভজন থেকে রাঘব চাড্ডা, রাজ্যসভার প্রার্থী তালিকায় বিশাল চমক দিল কেজরিওয়ালের আপ
advertisement
আপ-এর তালিকা অনুযায়ী, গুজরাত, হিমাচল প্রদেশ, হরিয়ানা, ছত্তীসগড়, অসম, রাজস্থান, তেলেঙ্গানা এবং কেরল৷ এর পাশাপাশি পঞ্জাবেও কয়েকজন পদাধিকারীর নাম ঘোষণা করা হয়েছে৷
পঞ্জাবের ক্ষমতায় আসার পর এবার সংলগ্ন হিমাচল প্রদেশ, হরিয়ানার মতো রাজ্যগুলিতে পায়ের তলার মাটি শক্ত করতে চাইছে আপ৷ পঞ্জাবে দল ক্ষমতায় আসায় সেই কাজটা অনেকটাই সহজ হবে বলে করছে আপ নেতৃত্ব৷ প্রায় নিঃশব্দেই গোটা দেশে অন্যতম প্রধান বিরোধী শক্তি হিসেবে উঠে আসছে আম আদমি পার্টি৷ এমন কি, আপের নিশানায় রয়েছে নরেন্দ্র মোদির রাজ্য গুজরাতও৷
তবে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ নিয়ে আপ নেতৃত্বের কী পরিকল্পনা, তা জানা যায়নি৷ এমনিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অরবিন্দ কেজরীওয়ালের সম্পর্ক যথেষ্ট ভাল৷ কিন্তু যেভাবে গোটা দেশ জুড়ে আপ নিজেদের সংগঠন বিস্তার করছে, তাতে পশ্চিমবঙ্গকেও তারা পাখির চোখ করে কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে যথেষ্ট কৌতূহল সৃষ্টি হয়েছে৷