TRENDING:

Aam Aadmi Party: আপ-এর নজরে আরও ৮ রাজ্য, তালিকায় কি আছে বাংলা?

Last Updated:

পঞ্জাবের ক্ষমতায় আসার পর এবার সংলগ্ন হিমাচল প্রদেশ, হরিয়ানার মতো রাজ্যগুলিতে পায়ের তলার মাটি শক্ত করতে চাইছে আপ (Aap)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: দিল্লির পর পঞ্জাবে ক্ষমতায় এসেছে দল৷ গুজরাতের স্থানীয় নির্বাচনেও সাফল্য এসেছে৷ এবার অন্যান্য রাজ্যেও নিজেদের সংগঠন বিস্তারে উদ্যোগী হল অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টি (Aap)৷ আপ-এর পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে, আরও ৯টি রাজ্যে সংগঠন বিস্তার করছে তারা৷
এবার আপ-এর নিশানায় আরও অনেক রাজ্য৷ Photo-PTI
এবার আপ-এর নিশানায় আরও অনেক রাজ্য৷ Photo-PTI
advertisement

যে ৮টি রাজ্যকে আম আদমি পার্টি এবার পাখির চোখ করেছে, তার মধ্যে বিজেপি, কংগ্রেস শাসিত একাধিক রাজ্য যেমন রয়েছে, সেরকমই রয়েছে বাম শাসিত কেরল৷ এই সব রাজ্যের অফিস পদাধিকারিকদের নাম ঘোষণা করেছে অরবিন্দ কেজরীওয়ালের দল৷ তালিকায় পশ্চিমবঙ্গের নাম না থাকলেও রয়েছে প্রতিবেশী রাজ্য অসমের নাম৷

আরও পড়ুন: হরভজন থেকে রাঘব চাড্ডা, রাজ্যসভার প্রার্থী তালিকায় বিশাল চমক দিল কেজরিওয়ালের আপ

advertisement

আপ-এর তালিকা অনুযায়ী, গুজরাত, হিমাচল প্রদেশ, হরিয়ানা, ছত্তীসগড়, অসম, রাজস্থান, তেলেঙ্গানা এবং কেরল৷ এর পাশাপাশি পঞ্জাবেও কয়েকজন পদাধিকারীর নাম ঘোষণা করা হয়েছে৷

পঞ্জাবের ক্ষমতায় আসার পর এবার সংলগ্ন হিমাচল প্রদেশ, হরিয়ানার মতো রাজ্যগুলিতে পায়ের তলার মাটি শক্ত করতে চাইছে আপ৷ পঞ্জাবে দল ক্ষমতায় আসায় সেই কাজটা অনেকটাই সহজ হবে বলে করছে আপ নেতৃত্ব৷ প্রায় নিঃশব্দেই গোটা দেশে অন্যতম প্রধান বিরোধী শক্তি হিসেবে উঠে আসছে আম আদমি পার্টি৷ এমন কি, আপের নিশানায় রয়েছে নরেন্দ্র মোদির রাজ্য গুজরাতও৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

তবে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ নিয়ে আপ নেতৃত্বের কী পরিকল্পনা, তা জানা যায়নি৷ এমনিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অরবিন্দ কেজরীওয়ালের সম্পর্ক যথেষ্ট ভাল৷ কিন্তু যেভাবে গোটা দেশ জুড়ে আপ নিজেদের সংগঠন বিস্তার করছে, তাতে পশ্চিমবঙ্গকেও তারা পাখির চোখ করে কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে যথেষ্ট কৌতূহল সৃষ্টি হয়েছে৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Aam Aadmi Party: আপ-এর নজরে আরও ৮ রাজ্য, তালিকায় কি আছে বাংলা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল