আদিত্য ঠাকরে এদিন নিজেই টুইটার পোস্টের মাধ্যমে করোনায় আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন। তিনি জানিয়েছেন, কোভিডের উপসর্গ ছিল তাঁর শরীরে। তাই তিনি টেস্ট করান। আর সেই টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। একইসঙ্গে তিনি রাজ্যের মানুষের কাছে কোভিড প্রোটোকল মেনে চলার আর্জি জানিয়েছেন। তিনি জানিয়েছেন, এই কঠিন পরিস্থিতিতে কোনোমতেই নির্দেশ অমান্য করা চলবে না।
advertisement
মহারাষ্ট্র সরকারের পর্যটন ও পরিবেশ দপ্তরের মন্ত্রী আদিত্য ঠাকরে। তার উপর মুখ্যমন্ত্রীর ছেলে। ফলে তাঁর করোনায় আক্রান্ত হওয়ার খবরে স্বাভাবিকভাবেই মহারাষ্ট্রের মানুষ উদ্বিগ্ন হয়েছেন। শনিবারই মহারাষ্ট্রে ২৭ হাজার ১২৬টি করোনার নতুন মামলা সামনে এসেছে। এখনও পর্যন্ত একদিনের হিসেবে এটাই সর্বোচ্চ। মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় আপাতত অডিটোরিয়াম, থিয়েটার ও প্রাইভেট অফিস বন্ধ রাখার নির্দেশ জারি করেছে প্রশাসন। এর আগে কোভিড পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় থিয়েটার, অডিটোরিয়াম ও প্রাইভেট অফিসে ৫০ শতাংশ মানুষের আসা-যাওয়ার অনুমতি দিয়েছিল মহারাষ্ট্রের সরকার। কিন্তু আপাতত ৩১ মার্চ পর্যন্ত নির্দেশিকা জারি থাকবে বলে জানানো হয়েছে।