TRENDING:

এবার আধার কার্ড এনে দিচ্ছে নতুন সুবিধা !

Last Updated:

ফোন থেকে গ্যাস সিলিন্ডার সব ক্ষেত্রেই এখন আধার নম্বর বাধ্যতামূলক ৷ তাই আধার আধার কার্ডে কোনও তথ্যে ভুল থাকলে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ফোন থেকে গ্যাস সিলিন্ডার সব ক্ষেত্রেই এখন আধার নম্বর বাধ্যতামূলক ৷ তাই আধার আধার কার্ডে কোনও তথ্যে ভুল থাকলে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে ৷ ভুল থাকলেও অফলাইন বা অনলাইনে তা সংশোধন করে নেওয়ার সুযোগ থাকে ৷ এবার আরও একটি নতুন সুবিধা নিয়ে এল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া ৷ এবার চালু হল ‘আধার আপডেট হিস্ট্রি’ ডাউনলোড করার সুবিধা ৷
advertisement

আরও পড়ুন: আজ সকাল ১০টায় প্রকাশিত হবে উচ্চমাধ্য়মিকের ফলাফল, অনলাইনেও দেখা যাবে রেজাল্ট

এখনও পর্যন্ত যে ভুলগুলি সংশোধন করা হত সেই পরিবর্তিত তথ্য সাইট থেকে ডাউনলোড করা যেত না ৷ তবে এবার থেকে সেটাও করা সম্ভব ৷

এবার থেকে www.uidai.gov.in ওয়েবসাইটে গিয়ে ‘আধার আপডেট হিসট্রি’ বলে জায়গায় গিয়ে ক্লিক করলে পরিবর্তিত তথ্য ডাউনলোড করা যাবে ৷ আপাতত এই পরিষেবা বিটা ভার্সানে লঞ্চ করা হয়েছে ৷ এর সাহায্য ডেট অনুযায়ী আপনি কী কী পরিবর্তন করা হয়েছে তা দেখা যাবে ৷ আপনার নাম, জন্মতারিখ, ঠিকানা সংক্রান্ত যা যা তথ্য সংশোধন করেছেন সব দেখা যাবে ৷

advertisement

আরও পড়ুন: বেলা ১১টার মধ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস রাজ্যের ৬ জেলায়

সেরা ভিডিও

আরও দেখুন
আতঙ্কের রাত শেষ হওয়ার আগেই এল 'মহা'প্লাবন! বাঁধ ভেঙে তলিয়ে গেল সব
আরও দেখুন

এর জন্য প্রথমে www.uidai.gov.in ওয়েবসাইটে গিয়ে আধার আপডেট হিসট্রিতে গিয়ে ক্লিক করতে হবে ৷ একটি নতুন পেজ খুলে যাবে সেখানে আপনার আধার নম্বর বা ভার্চ্যুয়াল আইডি দিতে হবে ৷ এরপর আপনার কাছে একটি OTP আসবে ৷ সেটি নির্দিষ্ট জায়গায় গিয়ে আপডেট করতেই আপনি পুরো হিস্ট্রি দেখতে পারবেন এবং সেটি ডাউনলোডও করতে পারবেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
এবার আধার কার্ড এনে দিচ্ছে নতুন সুবিধা !