আধার কার্ডের ১২টি অনন্য নম্বর যে কোনও নাগরিকের কাছেই মূল্যবান ৷ আধারের ওই ১২টি নম্বরের মাধ্যমেই এখন নির্ধারিত হচ্ছে ভারতীয়দের পরিচয় ৷ ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর অর্থাৎ আধার নম্বরকেই সর্বোচ্চ মান্যতা দিতে চাইছে কেন্দ্র ৷
আধার সংযুক্তিকরণ নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি অব্যাহত থাকলেও চলতি মাসেই বেশ কিছু প্রকল্পে আধার যোগের সময়সীমা শেষ হচ্ছে ৷ এক নজরে দেখে নেওয়া যাক কোন ক্ষেত্রে আধার সংযোগের শেষ তারিখ কবে,
advertisement
ব্যাঙ্ক অ্যাকাউন্ট
ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার সংযোগের শেষ তারিখ ৩১ ডিসেম্বর, ২০১৭ ৷ কেন্দ্রের তরফে জানানো হয়, এবার থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক ৷ যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তাদের ৩১ ডিসেম্বর ২০১৭ মধ্যে সেটি আধার নম্বরের সঙ্গে লিঙ্ক করতে হবে ৷ না হলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আর কোনও লেনদেন করা যাবে না ৷
প্যান কার্ড
প্যান কার্ডের আধার নম্বর লিঙ্ক করার সময়সীমাও শেষ হচ্ছে চলতি বছরের ৩১ ডিসেম্বর ৷ এখনও প্যানের সঙ্গে আধার নম্বর যুক্ত না করে থাকলে আয়কর দফতরের ই-ফাইলিং পোর্টালে গিয়ে আজই সম্পূর্ণ করুন আধার সংযোগ ৷
সিমকার্ড
ব্যাঙ্ক ও প্যানের মতো মোবাইল ফোনেও বাধ্যতামূলক আধার কার্ড ৷ নতুন ফোন কানেকশন বা সিমের জন্য আধার কার্ডকে বাধ্যতামূলক করার ঘোষণা আগেই করেছে কেন্দ্রীয় সরকার ৷ নতুন নির্দেশিকা অনুযায়ী, ২০১৮ সালের ৬ ফেব্রুয়ারি মাসের মধ্যে আধার নম্বর মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত না হলে বাতিল হয়ে যাবে সিম কার্ড ও নম্বরটি ৷ বন্ধ হয়ে যাবে কথাবার্তা থেকে নেট পরিষেবা ৷
পোস্ট অফিস, পিপিএফ
পোস্ট অফিসে সঞ্চয়, পিপিএফ, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিম এবং কিষাণ বিকাশ পত্রের ক্ষেত্রে আধার নম্বর যুক্ত করা বাধ্যতামূলক করেছে কেন্দ্র। বর্তমানে যাদের টাকা রয়েছে তাদের ৩১ ডিসেম্বরের মধ্যে আধার জমা দিতে হবে ৷ আধার না থাকলে আধারের আবেদনের প্রমাণ দিতে হবে আমানতকারীদের।
বিনিয়োগ
মিউচুয়াল ফাণ্ডে বিনিয়োগের ক্ষেত্রেও আমানতকারীদের আধার নম্বর যুক্ত করা বাধ্যতামূলক ৷ ৩১ ডিসেম্বর, ২০১৭-এর মধ্যে মিউচুয়াল ফাণ্ডে আধার সংযোগ সম্পূর্ণ করার নির্দেশিকা জারি করেছে কেন্দ্র ৷
সরকারি প্রকল্প
বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা অব্যাহত রাখতে হলে চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে ১০০ দিনের কাজ, রান্নার গ্যাস, কেরোসিন ও সারে ভর্তুকি পেতে যুক্ত করতেই হবে আধার ৷