এবার কেন্দ্রের দেখানো পথেই হাঁটছে যোগী সরকার ৷ ২০১৮ সালে উত্তরপ্রদেশ বোর্ড পরীক্ষার জন্য নতুন নির্দেশিকা জারি করতে চলেছে ইউপি সরকার ৷ বোর্ড পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য আধার নম্বর দেওয়া বাধ্যতামূলক বলে জানিয়ে দিয়েছে উত্তরপ্রদেশে বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ৷ শুধু তাই নয় ৷ নবম শ্রেণি রেজিস্ট্রেশনের সময় প্রত্যেক ছাত্র ছাত্রীকে আধার কার্ড দেখাতে হবে ৷ ভুয়ো পরীক্ষার্থী আটকানোর জন্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে ৷
advertisement
UPBSE-র সচিব শৈল যাদব জানিয়েছেন, ‘সরকার প্রত্যেক পরীক্ষার্থীর সঙ্গে আধার নম্বর যুক্ত করতে চায় যাতে বোর্ডের কাছে সকলের নিজস্ব পরিচিতি থাকে ৷ ফলে নবম ও দশম শ্রেণির রেজিস্ট্রেশনের সময় ভুযো ফর্ম ফিল আপ করা আটকানো অনেকটাই সম্ভব হবে ৷’
সমস্ত সরকারি, সরকারি অনুদান প্রাপ্ত স্কুল ও বেসরকারি স্কুলের ক্ষেত্রেও এই নিয়ম লাগু হতে চলেছে ৷ স্কুলের ডিসট্রিক্ট ইন্সপেক্টরদের বোর্ডের তরফে জানানো হয়েছে যে ফর্ম ফিল আপের সময় পড়ুয়াদের আধার নম্বর ও স্কুলে U-DISE কোড দিতে হবে ৷ যাদের এখনও আধার কার্ড নেই তারা যাতে শীঘ্রই তা পেয়ে যায় সেই দিকেও নজর রাখতে বলা হয়েছে ৷ জুলাই মাস থেকেই ফর্ম ফিল আপ শুরু হবে বলে জানানো হয়েছে বোর্ডের তরফে ৷