TRENDING:

গেরুয়া কৌপিন পরেই বিন্দাস সাইকেল চালাচ্ছিলেন রামদেব, তারপর গেলেন পড়ে, ভিডিও ভাইরাল

Last Updated:

ভিডিওটি ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: রামদেব- এই নাম নিয়ে সারা ভারতেই প্রচুর আলোচনা হয়৷ কেউ পছন্দ করেন আবার কেউ অপছন্দ করেন -কিন্তু কেউ অগ্রাহ্য করতে পারেন না৷ তাঁর বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধ থেকে বিপনণ সামগ্রী কখনও আবার তাঁর যোগব্যায়াম৷ বিভিন্ন সময়ে বিভিন্ন ভিডিও ভাইরাল হয়৷
advertisement

সম্প্রতি করোনিল নিয়েও  সংবাদ মাধ্যমের শিরোনামে এসেছে৷ রামদেবের নাম নিয়ে কিছু হওয়া মানেই তা শিরোনাম হওয়া পাক্কা৷  তারমধ্যে ভার্চুয়াল মিডিয়ামেও তার জনপ্রিয়তা তুঙ্গে৷

তবে সম্প্রতি নেটিজেনদের মধ্যে বাবা রামদেবের একটি ভিডিও ভাইরাল হয়েছে৷ সোজা কথায় আবার নেট পাড়ায় তিনি ভাইরাল৷ ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, বৃষ্টিভেজা বাগানের রাস্তায় সাইকেল চালাচ্ছেন রামদেব। সাইকেলটি বেশ আধুনিক হলেও যোগগগুরুর পরণে ছিল সেই তাঁর চেনা গেরুয়া কৌপিন ও উত্তরীয়৷ বেশ খানিকটা বিন্দাস গতিতেই সাইকেল চালাচ্ছিলেন৷ আসলে ফিটনেস ধরে রাখতে সাইক্লিং কতটা গুরুত্বপূর্ণ তা সকলেই অল্পবিস্তর জানে৷ কিন্তু বেশ খানিকটা সাবলীল সাইকেল চালানোর পর একটা বাঁকে হারিয়ে যায় নিয়ন্ত্রণ৷ এ বার সেখানেই গেলেন পড়ে গেলেন তিনি! দেখুন সেই ভিডিও

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই ঘটনাটি ঘটে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের লাইভ শো চলাকালীন৷ সাইকেল থেকে এইভাবে পড়ে যাওয়ার ভিডিও প্রকাশ্যে আসতেই তুমুল ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা  রসিকতায় ব্যস্ত হয়ে পড়েন৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
গেরুয়া কৌপিন পরেই বিন্দাস সাইকেল চালাচ্ছিলেন রামদেব, তারপর গেলেন পড়ে, ভিডিও ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল