ঘরে-বাইরে যখন পঙ্গপালের ভয়ে কাঁটা হয়ে রয়েছে দেশবাসী তখন সম্পূর্ণ পরিবেশ বান্ধব, দেশীয় পদ্ধতিতে তৈরি এবং অত্যন্ত অল্প খরচের এই যন্ত্রটি সবাইকে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে। একজন সাধারণ চাষির তৈরি এমন যন্ত্র খুব সহজেই পঙ্গপালের ঝাঁক তাড়াতে সক্ষম হবে । পঙ্গপাল বিনাশ করতে বিভিন্ন রকম সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে বিভিন্ন রাজ্য প্রশাসন । কোথাও ড্রোনের সাহায্য নেওয়া হচ্ছে, কোথাও দমকলের সাহায্যে কীটনাশক স্প্রে করা হচ্ছে ।
advertisement
কিন্তু গ্রামের এক সামান্য চাষি দেখিয়ে দিলেন একটা ফ্যান, একটা টিনের ড্রাম আর প্লাস্টিকের বোতল দিয়েই কীভাবে পঙ্গপাল বিনাশ করা সম্ভব ? আশ্চর্য এই যন্ত্রের ভিডিওটি প্রথম রাহুল শ্রীবাস্তব নামে উত্তরপ্রদেশের এক পুলিশ অফিসার শেয়ার করেছিলেন । এরপর ভারতীয় বনবিভাগের এক আধিকারিক প্রবীণ কাসওয়ান এই ভিডিওটি শেয়ার করেন । মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেটি ।