TRENDING:

পাইলট প্রোজেক্ট শেষ, আসল কাজ বাকি: পাক প্রসঙ্গে মোদি

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ভারত-পাক পরিস্থিতি নিয়ে রাজনৈতিক উত্তেজনার পারদ তুঙ্গে ।  বালাকোটে পাক জমিতে বায়ুসেনার হামলা নিয়ে কূটনৈতিক স্তরে জল্পনা তুঙ্গে । এই প্রসঙ্গে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এটি ছিল নিছকই 'পাইলট প্রোজেক্ট' কিন্তু আসল কাজ এখনও বাকি রয়েছে। এই বিমানহানা নেহাতই মহড়া ছিল, জানিয়েছেন নরেন্দ্র মোদি ।
advertisement

নয়াদিল্লির বিজ্ঞান ভবনের শান্তি স্বরূপ ভাটনগর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন নরেন্দ্র মোদি । উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে তিনি বলেন,' আপনারা ল্যাবরেটরিতে কাজ করেন ও সেখানে রীতিই হল প্রথমে একটি পাইলট প্রোজেক্ট তথা মহড়া করে নেওয়া এবং তারপরই চূড়ান্ত পর্যায়ের কাজ করা হয় । সম্প্রতি এরকমই একটি পাইলট প্রোজেক্ট সম্পূর্ণ হয়েছে, এবার আসল কাজ করা বাকি।'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
টাকা খরচ করে রাজস্থান ছুটতে হবে না! বাংলায় বসেই দেখুন ঐতিহ্যবাহী শিশ মহল
আরও দেখুন

আগামিকাল উইং কমান্ডার অভিনন্দনকে ভারতের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ ও শান্তির বার্তা হিসেবেই এই সিদ্ধান্ত নিয়েছে ইমরান সরকার । আপাতত, অভিনন্দনের ফিরে আসার অপেক্ষায় সারা দেশ ।অভিনন্দনকে বিনা শর্তে ফেরত পাঠানোর দাবি আগেই জানিয়েছিল নয়াদিল্লি।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
পাইলট প্রোজেক্ট শেষ, আসল কাজ বাকি: পাক প্রসঙ্গে মোদি