TRENDING:

নামাজ না পড়ায় নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করল পিসি !

Last Updated:

এটাই তার ‘অপরাধ’ ৷ নামাজ পড়তে ভাল লাগত না ছোট্ট মেয়েটার ৷ শুধুমাত্র এই যুক্তিতেই গলায় ওড়নার ফাঁস লাগিয়ে ১৫ বছরের ভাইঝিকে খুন করল তার পিসি ৷ ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের অ্যান্টপ হিল টপ এলাকায় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: এটাই তার ‘অপরাধ’ ৷ নামাজ পড়তে ভাল লাগত না ছোট্ট মেয়েটার ৷ শুধুমাত্র এই যুক্তিতেই গলায় ওড়নার ফাঁস লাগিয়ে ১৫ বছরের ভাইঝিকে খুন করল তার পিসি ৷ ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের অ্যান্টপ হিল টপ এলাকায় ৷ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পিসি-সহ আরও দুই আত্মীয়াকে গ্রেফতার করেছে পুলিশ ৷ অভিযুক্ত তিনজনের মধ্যে একজন নাবালিকা ৷
advertisement

মায়ের মৃত্যুর পর থেকে পিসির কাছেই থাকত ওই নাবালিকা ৷ বাবা বাইরে কাজ করেন ৷ তাই মেয়েকে নিজের বোনের বাড়িতে রেখে যেতেন তিনি ৷ গত শুক্রবারের ঘটনা ৷ ওইদিন নামাজ পড়ার দিন ৷ কিন্তু প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও নামাজ পড়তে ভাল না লাগায় আপত্তি জানিয়েছিল ওই নাবালিকা ৷ এতেই রেগে যান নাবালিকার পিসি ৷ ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে খুন করেন তাকে ৷

advertisement

আরও পড়ুন: তুষার ঝড় ও বৃষ্টি, পিছোতে পারে এবছরের এভারেস্ট অভিযান

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পরে ঘটনা ধামাচাপা দিতে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় ওই কিশোরীকে ৷ বলা হয়, বাথরুমে পড়ে গিয়ে মারা গিয়েছে সে ৷ কিন্তু চিকিৎসকের সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেন তিনি ৷ পুলিশ এসে গ্রেফতার করে অভিযুক্তকে ৷ অ্যান্টপ হিল থানার ইনস্পেকটর সুদর্শন পৈঠানকর জানান, জেরার মুখে নিজের অপরাধের কথা স্বীকার করেন নেন ওই মহিলা ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
নামাজ না পড়ায় নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করল পিসি !