TRENDING:

ফেসবুকে আলাপ, রূপান্তরিত মহিলা অমৃতাকে বিয়ে করলেন লক্ষ্মণন

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ত্রিবন্দ্রম: এই নজির এই শহরেই রয়েছে ৷ শ্রী আর সঞ্জয়ই হলেন এই কলকাতার বুকে দৃষ্টান্ত ৷ সেই স্কুলের প্রেম পরিণতি পেয়েছিল বিয়ের পিঁড়িতে ৷ চিকিৎসা শাস্ত্রের সাহায্য নিয়েছিলেন শ্রী ৷
advertisement

শ্রী তাঁর পুরুষ শরীরের খোলস সরিয়ে নারীমনকে স্বীকৃতি দিয়েছিলেন ৷ রূপান্তরকামী মহিলার দেশে প্রথম আইনি বিয়ের সাক্ষী ছিল গোটা দেশ ৷ আরও একবার রূপান্তরকামী মহিলার সঙ্গে এক পুরুষের বিয়ের সাক্ষী রইল দেশ ৷ সাত পাকে বাঁধা পড়লেনে লক্ষ্মণন ও অমৃতা ৷ ছেলের শরীর নিয়েই জন্মেছিলেন অমৃতা ৷ তবে ছোট থেকেই কখনওই নিজের পুরুষ শরীরটাকে নিজের মনে হত না ৷ তবে তখনও বুঝতে পারতেন না তাঁর চাহিদাটা ঠিক কী!

advertisement

অবশেষে যখন বুঝতে পারেন যে, তাঁর শরীরের মধ্যে লুকিয়ে রয়েছ একটা নারীসত্তা ৷ আর সেই কারণে নিজেকে নতুন করে সন্ধান করা শুরু করেন তিনি ৷ অবশেষে চিকিৎসার মাধ্যমে পুরুষ থেকে সম্পূর্ণ নারী হয়ে ওঠেন অমৃতা ৷ জীবনটা নদীর মতো কোনওরকমে বয়ে চলছিল ৷ আর সেই সময় তাঁর সঙ্গে দেখা হয় তিরুবন্দিপুরমের কুদ্দালোর জেলার বাসিন্দা লক্ষ্মণনের ৷ মুম্বইয়ের একটি সিনেমার শ্যুটিংয়ের সেটে কাজ করছিলেন তিনি ৷ সে সময় ফেসবুকে আলাপ হয় রূপান্তরিত মহিলা অমৃতার সঙ্গে ৷ ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে ওঠা ৷ আর সেই বন্ধুতাই ধীরে ধীরে পরিণতি পায় ভালোবাসায় ৷ একদিন দু’জনে মিলে সিদ্ধান্ত নেন তাঁরা বিয়ে করবেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

অমৃতার অতীতের কাহিনি শুনে প্রথমেই আপত্তি জানায় লক্ষ্মণনের পরিবার ৷ সমাজ কী বলবে, এই ভাবনায় তখন তাঁরা দোটানায় ৷ কিন্তু লক্ষ্মণন আর অমৃতা কিন্তু নিজেদের সিদ্ধান্তে অনড় ছিলেন ৷ আজ তিরুবন্দ্রুমে দেবনাথ স্বামী মন্দিরে বিয়ে সারলেন তাঁরা ৷ আর তাঁদের সবথেকে বড় পাওয়া বিয়ের সময় দুই পরিবারের সমস্ত সদস্যই হাজির ছিলেন ৷ এক্কেবারে সনাতনী রীতি মেনে হয়ে গেল তাঁদের বিয়ে ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
ফেসবুকে আলাপ, রূপান্তরিত মহিলা অমৃতাকে বিয়ে করলেন লক্ষ্মণন