TRENDING:

ছোট্ট ঈশ্বর বন্দনা, কাতর স্বরে অনুনয় খেয়ে নেওয়ার, ভিডিও মুহূর্তে ভাইরাল

Last Updated:

না খেলে দুষ্টের দমন করবে কেমন করে ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ভগবান তুমি খেয়ে নাও, তুমি না খেলে কোনও ভাবেই দুষ্টের দমন করতে পারবেনা ৷ কাতর স্বরে কাঁদ, কাঁদ গলায় ঈশ্বরের কাছে প্রার্থনা করছে ছোট্ট শিশু ৷ তার কাছে ঈশ্বর কাছে আব্দার করেছেন লুচি খাবেন ৷ তাই ছোট্ট শিশু কাতর স্বরে অনুনয় বিনয় করছে খেয়ে নেওয়ার জন্য ৷
advertisement

শিশুরা অবোধ বা নির্বোধও বলা যায় তারা বোঝে না অনেক কিছুই ৷ তবে না বুঝেই এমন কাজ করে থাকে তার মধ্যে সারল্য বা জটিলতা কোনও কিছুই ধার ধারেনা ৷ তারা শুধুই জানে আপন করতে ৷ মীরাবাঈ থেকে যশোদা এরা প্রত্যেকেই এই মন্ত্রে দীক্ষিত ছিলেন দেবতারে প্রিয় করি, প্রিয়রে দেবতা ৷ নিমেষেই ফেসবুকে ভাইরাল হয়েছে ৷ এটি সংস্কার না কুসংস্কার সেই নিয়ে অনে তর্ক বা বিতর্ক থাকতেই পারে ৷ তবে শিশুর সারল্য কি অস্বীকার করা যায় ?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই কাতর স্বরে যেন বারেবারে মনে করিয়ে দিচ্ছে ভক্ত ও ভগবানের বাৎসল্য ৷ ভারতীয় সংস্কৃতিতেই একমাত্র ভক্ত ও ভগবানের এমন সম্পর্ক লক্ষ্য করা গিয়েছে ৷

বাংলা খবর/ খবর/দেশ/
ছোট্ট ঈশ্বর বন্দনা, কাতর স্বরে অনুনয় খেয়ে নেওয়ার, ভিডিও মুহূর্তে ভাইরাল