গুজরাতের গির অভয়ারণ্যে এক সিংহ দম্পতির লড়াই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেখানেই দেখা যাচ্ছে, বিবাদমান সিংহ দম্পতির মধ্যে প্রবল দাম্পত্য কলহ চলছে। তা এমন পর্যায়ে পৌঁছেছে, কিছু দূরে দাঁড়িয়ে থাকা পর্যটকদের তিনটি গাড়ি দেখেও রাস্তা ছাড়তে রাজি নয় তাঁরা। বলা ভাল তাদের দেখতেই চাইছে না জঙ্গলের রাজা-রানি। এখানেই শেষ নয়। কলহ প্রায় হাতাহাতিতে গড়াতেও দেখা যাচ্ছে ভিডিওটিতে।
advertisement
ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার তথা রাজনীতিবিদ জুবিন আশারা পুরো ঘটনাটি লেন্সবন্দি করেন। ২২ সেকেন্ডের ভিডিওটি ইতিমধ্যেই আড়াই লক্ষের বেশি মানুষ দেখেছেন। অনেকে ট্যুইটারে মজা করে লিখেছে, স্বামী-স্ত্রীর মনোমালিন্য বনের রাজ পরিবারেও। এ ছাড়াও বহু মজার মন্তব্য উড়ে এসেছে দাম্পত্য কলহকে কেন্দ্রও করে।
প্রসঙ্গত, জুন মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন গির অভয়ারণ্যে এশিয়া মহাদেশীয় সিংহের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে গির অভয়ারণ্যে ৬৭৪টি এশিয়া মহাদেশীয় সিংহ রয়েছে। ২০১৫ সালের শুমারিতে সেই সংখ্যাটা ছিল ৫২৩।