প্রায় ২০ মিনিট চলে লড়াই। শেষ পর্যন্ত চিতাবাঘ রণে ভঙ্গ দেয়। মারের চোটে বাচ্চা মেয়েটিকে ফেলে জঙ্গলে পালিয়ে যায় সেটি। তবে ওই অল্পসময়ের মধ্যেই বাচ্চা মেয়েটির শরীর ক্ষত-বিক্ষত করেছে চিতাবাঘ। যদিও মেয়েকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিয়েছেন তাঁর মা। বনবিভাগের একা আধিকারিক জানিয়েছেন, বাচ্চা মেয়েটির অবস্থা সংকটজনক। তবে ওই ঘটনার পরই বনদপ্তরের কর্মচারীরা বাচ্চাটিকে চন্দ্রপুরের সিভিল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় তাকে নিকটবর্তী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আগামীকাল অর্থাৎ সোমবার নাগপুরে একটি হাসপাতালে পাঁচ বছয় বয়সী বাচ্চা মেয়েটির অস্ত্রোপচার হবে। তার শরীরের একাধিক জায়গায় জখম রয়েছে। কম সময়ের মধ্যেই চিতাবাঘ তাকে ভালরকম ঘায়েল করেছিল।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 18, 2021 5:01 PM IST