পুলিশ সূত্রে খবর, মৃত দুই প্রেমিক-প্রেমিকার নাম প্রীতি ও সুরেন্দ্র ৷ দীনেশ নামের অভিযুক্ত ওই অফিসার এবং পন্টু নামের তাঁর এক সহকারীকে নিয়ে গ্রেফতার করেছে পুলিশ ৷ জানা গিয়েছে, প্রীতির সঙ্গে আগে প্রেম ছিল দীনেশের ৷ মাস খানেক আগে মোবাইল নম্বর বদলে দীনেশের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন তিনি ৷ বর্তমানে সুরেন্দ্রর সঙ্গে প্রেম করতেন প্রীতি ৷ সেটাই সহ্য করতে পারেননি দীনেশ ৷
advertisement
গত ২৫ মার্চ সাঁই উপবনের একটি মন্দিরে গিয়েছিলেন প্রীতি আর সুরেন্দ্র ৷ সেখানে তাঁদের পিছু পিছু ধাওয়া করেন দীনেশ ৷ সেখানে প্রীতির সঙ্গে দীনেশের কথাকাটাকাটিও হয় ৷ এরপরেই নিজের সার্ভিস পিস্তল থেকে গুলি চালিয়ে দেন দীনেশ ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় যুগলের ৷
প্রীতির বাবা প্রমোদ কুমার পুলিশের কাছে দীনেশের নামে অভিযোগ দায়ের করেন ৷ পুলিশ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে এবং ওই এলাকায় ইলেকট্রনিক নজরদারি চালিয়ে দীনেশের সন্ধান পায় ৷