পড়ুন : কমিশনের ঘোষণার আগেই কর্ণাটক ভোটের দিন ফাঁস, বিপাকে বিজেপি আইটি সেলের প্রধান
কর্ণাটক রাজ্য় গঠিত হয়ে ছিল ১ নভেম্বর ১৯৫৬ । বিধানসভার মোট আসন ২২৪ । এবার জেনে নেওয়া যাক মোট ভোটার সংখ্য়া । কর্ণাটক বিধানসভার মোট ভোটার সংখ্য়া ৪.৯ কোটি (যেখানে ২০১৩ মোট ভোটার সংখ্য়া ছিল ৪.৩ কোটি) । যুব ভোটারের সংখ্য়া ১৫.৪ লাখ, বিগত নির্বাচনে যা ছিল ৭.২ লক্ষ । শতাংশের বিচারে বেড়েছে ১১৩ শতাংশ । মোট ট্রান্সজেন্ডারের সংখ্য়া ৪ হাজার ৩৪০ জন । প্রতিটি বিধানসভার মোট ভোটার ২.২ লক্ষ । গত নির্বাচনে যা ছিল ১.৮ লক্ষ ।
advertisement
পড়তে থাকুন : ১২ মে কর্ণাটক বিধানসভা নির্বাচন, ভোট গণনা ১৫ মে : নির্বাচন কমিশন
সব থেকে বেশি ভোটার আছেন বেঙ্গালুরু দক্ষিণে সেখানে সব থেকে কম ভোটার চিকমেঙ্গালুর বিধানসভা কেন্দ্রের মোট ভোটার ১.৬ লাখ ।
মোট জন সংখ্য়া ৬১.১ কোটি । তারমধ্য়ে স্বাক্ষর ভোটার ৭৫.৬ শতাংশ । মোট ৩০ জেলা, ২৭০ মহকুমা, ২৯,৪০৬ গ্রাম নিয়ে গঠিত দক্ষিণের এই রাজ্য় ।
২০১৩ নির্বাচনে কংগ্রেস জিতে ছিল মোট ১২২, বিজেপি ৮৮, জনতা দল (সেকুলার) পেয়েছিল মোট ৪০ টি আসন ।
আরও পড়ুন : কর্ণাটক বিধানসভা নির্বাচনে আগের থেকে বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরবে কংগ্রেস, দাবি সমীক্ষায়
গতবারের নির্বাচনে মোট প্রাপ্ত ভোটের শেয়ার ছিল - বিজেপি ১৯.৮৯ শতাংশ, কংগ্রেস ৩৬.৫৯, জেডিএস ২০.১৯, বিএসপি .৯১, সিপিআইএম .২২, সিপিআই ০.০৮ এবং এনসিপি ০.০৬ শতাংশ ।
এবার এক নজরে দেখে নেওয়া যাক এবারের নির্বাচনে কোন কোন দল প্রতিদ্বন্দ্বিতা করছে - প্রধানত এবারের লড়াই ত্রিমুখী হতে চলেছে । কংগ্রেস, বিজেপি, জিডিইউের মধ্য়ে কিন্তু আম আদমি পার্টিও এবারের কর্ণাটক বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করবে ।
এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন সম্প্রদায়ের লোকের বসবাস কতখানি - হিন্দু ৮৪ শতাংশ, ইসলাম ১২.০৯, খ্রীষ্টান ১.৮৭, বৌদ্ধ ১.৮৭, শিখ ০.০৫, অন্য়ান্য় ০.০২ শতাংশ ।
সম্প্রতি কর্ণাটক সরকার বিধানসভায় ট্রান্সজেন্ডারদের গণনার বিষয় পাশ করে কেন্দ্রের কাছে পাঠিয়েছে । এখন সেই আবেদন বিচারাধীন আছে ।