TRENDING:

কর্ণাটক বিধানসভার খুঁটিনাটি জানা আছে কী

Last Updated:

ইতিমধ্য়েই ঘোষণা হয়েছে কর্ণাটক বিধানসভা ভোটের দিনক্ষণ । ২২৪ আসন বিশিষ্ঠ বিধানসভার নির্বাচন হবে আগামী ১২ মে আর ফল ঘোষণা ১৫ মে । বর্তমান বিধানসভার কার্যমেয়াদ শেষ হচ্ছে ২৮ মে ২০১৮।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কর্ণাটক: ইতিমধ্য়েই ঘোষণা হয়েছে কর্ণাটক বিধানসভা ভোটের দিনক্ষণ । ২২৪ আসন বিশিষ্ঠ বিধানসভার নির্বাচন হবে আগামী ১২ মে আর ফল ঘোষণা ১৫ মে । বর্তমান বিধানসভার কার্যমেয়াদ শেষ হচ্ছে ২৮ মে ২০১৮।
advertisement

পড়ুন : কমিশনের ঘোষণার আগেই কর্ণাটক ভোটের দিন ফাঁস, বিপাকে বিজেপি আইটি সেলের প্রধান

কর্ণাটক রাজ্য় গঠিত হয়ে ছিল ১ নভেম্বর ১৯৫৬ । বিধানসভার মোট আসন ২২৪ । এবার জেনে নেওয়া যাক মোট ভোটার সংখ্য়া । কর্ণাটক বিধানসভার মোট ভোটার সংখ্য়া ৪.৯ কোটি  (যেখানে ২০১৩ মোট ভোটার সংখ্য়া ছিল ৪.৩ কোটি) । যুব ভোটারের সংখ্য়া ১৫.৪ লাখ, বিগত নির্বাচনে যা ছিল ৭.২ লক্ষ । শতাংশের বিচারে বেড়েছে ১১৩ শতাংশ । মোট ট্রান্সজেন্ডারের সংখ্য়া ৪ হাজার ৩৪০ জন । প্রতিটি বিধানসভার মোট ভোটার ২.২ লক্ষ । গত নির্বাচনে যা ছিল ১.৮ লক্ষ ।

advertisement

পড়তে থাকুন : ১২ মে কর্ণাটক বিধানসভা নির্বাচন, ভোট গণনা ১৫ মে : নির্বাচন কমিশন

সব থেকে বেশি ভোটার আছেন বেঙ্গালুরু দক্ষিণে সেখানে সব থেকে কম ভোটার চিকমেঙ্গালুর বিধানসভা কেন্দ্রের মোট ভোটার ১.৬ লাখ ।

advertisement

মোট জন সংখ্য়া ৬১.১ কোটি । তারমধ্য়ে স্বাক্ষর ভোটার ৭৫.৬ শতাংশ । মোট ৩০ জেলা, ২৭০ মহকুমা, ২৯,৪০৬ গ্রাম নিয়ে গঠিত দক্ষিণের এই রাজ্য় ।

২০১৩ নির্বাচনে কংগ্রেস জিতে ছিল মোট ১২২, বিজেপি ৮৮, জনতা দল (সেকুলার) পেয়েছিল মোট ৪০ টি আসন ।

আরও পড়ুন : কর্ণাটক বিধানসভা নির্বাচনে আগের থেকে বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরবে কংগ্রেস, দাবি সমীক্ষায়

advertisement

গতবারের নির্বাচনে মোট প্রাপ্ত ভোটের শেয়ার ছিল - বিজেপি ১৯.৮৯ শতাংশ, কংগ্রেস ৩৬.৫৯, জেডিএস ২০.১৯, বিএসপি .৯১, সিপিআইএম .২২, সিপিআই ০.০৮ এবং এনসিপি ০.০৬ শতাংশ ।

এবার এক নজরে দেখে নেওয়া যাক এবারের নির্বাচনে কোন কোন দল প্রতিদ্বন্দ্বিতা করছে - প্রধানত এবারের লড়াই ত্রিমুখী হতে চলেছে । কংগ্রেস, বিজেপি, জিডিইউের মধ্য়ে কিন্তু  আম আদমি পার্টিও এবারের কর্ণাটক বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করবে ।

advertisement

এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন সম্প্রদায়ের লোকের বসবাস কতখানি - হিন্দু  ৮৪ শতাংশ, ইসলাম ১২.০৯, খ্রীষ্টান ১.৮৭, বৌদ্ধ ১.৮৭, শিখ ০.০৫, অন্য়ান্য় ০.০২ শতাংশ ।

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

সম্প্রতি কর্ণাটক সরকার বিধানসভায় ট্রান্সজেন্ডারদের গণনার বিষয় পাশ করে কেন্দ্রের কাছে পাঠিয়েছে । এখন সেই আবেদন বিচারাধীন আছে ।

বাংলা খবর/ খবর/দেশ/
কর্ণাটক বিধানসভার খুঁটিনাটি জানা আছে কী