তাই দিন আনা, দিন খাওয়া মানুষগুলোর পাশে যে যেমন করে পারছেন দাঁড়াচ্ছেন । সরকারের তরফে ত্রাণ তো আছেই, পাশাপাশি নিঃশব্দে বহু মানুষ নিজের কাঁধে তুলে নিয়েছেন বড় দায়িত্ব । গরীব মানুষদের পেটে দু’মুঠো অন্ন তুলে দেওয়ার চেষ্টায় রত হয়েছেন সকলে । এই করোনার সংক্রমণের মধ্যেই নিজের জীবন বাজি রেখে পথে নেমে আসছেন দরদী মানুষরা ।
advertisement
এর পাশাপাশি মানুষের সেবায় সর্বদা নিজেদের নিয়জিত করেছেন পুলিশ আধিকারিকরা । লকডাউনে সবসময় তাঁরা মানুষের পাশে এসে দাঁড়াচ্ছেন । সেই পুলিশকে সাহায্য করতে এবার এগিয়ে এল তিন বছরের খুদে । নিজের হাতে তৈরি কাপ কেক বিক্রির ৫০ হাজার টাকা মুম্বই পুলিশের হাতে তুলে দিল ছোট্ট শিল্পপতি ।
কবীর নামের সেই পুঁচকের ইচ্ছে ছিল কেক বিক্রি করে সে ১০ হাজার টাকা জোগাড় করবে । কিন্তু কবীরের কাপ কেট এতটাই হিট হয় যে ৫০ হাজার টাকা জোগাড় করে ফেলে সে । এরপরেই ৫০ হাজারের চেক এনে পুলিশের হাতে তুলে দেয় সে । সঙ্গে এক বাক্স কাপ কেকও নিয়ে আসে পুলিশ কাকুদের জন্য ।
মুম্বই পুলিশ এই খুদে করোনা যোদ্ধার একটি ভিডিও পোস্ট করে তাঁদের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে । মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেি পোস্টটি ।