“গত ৮ বছর জনগণের আকাঙ্ক্ষা পূরণই ছিল শেষ কথা। আমরা আমাদের সেবা, সুশাসন এবং গরীব কল্যাণের সাধনা করতে প্রতিশ্রুতিবদ্ধ। নমো অ্যাপের বিকাশ যাত্রা বিভাগ আপনাকে এই উন্নয়ন যাত্রার মধ্য দিয়েই নিয়ে যাবে,” একটি ট্যুইটে বলেন প্রধানমন্ত্রী মোদি।
আরও পড়ুন- মাঝে মাঝেই পেশীতে খিঁচ বা মোচড় দেখা দিচ্ছে? সতর্ক হন, হতেও পারে ক্যান্সারের আভাস
advertisement
“NaMo অ্যাপে একটি দুর্দান্ত বিভাগ রয়েছে যা কুইজ, শব্দ অনুসন্ধান, ছবি মেলানো এবং আরও অনেক উদ্ভাবনী উপায়ে #8YearsOfSeva-কে তুলে ধরছে। আমি আপনাদের সবাইকে, বিশেষ করে আমার তরুণ বন্ধুদের একবার এই লিঙ্কে গিয়ে দেখার জন্য অনুরোধ করব,” লিখেছেন নরেন্দ্র মোদি।
২০১৪ সালের ২৬ মে প্রথম প্রধানমন্ত্রীর পদে আসীন হন নরেন্দ্র মোদি। দ্বিতীয় মেয়াদে ফের ২০১৯ সালের ৩০ মে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি।
আরও পড়ুন- পাকিস্তানে প্রথম মাঙ্কিপক্স সংক্রমণ? কী জানাল পাকিস্তান সরকার!
প্রধানমন্ত্রী মোদি সরকারের আট বছর পূর্তি উপলক্ষ্যে একটি সাংবাদিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে ভারতীয় জনতা পার্টির সভাপতি জে পি নাড্ডা বলেন “সেবা, সুশাসন এবং গরীব কল্যাণ” এই সরকারের মূল প্রাণবিন্দু।
প্রধানমন্ত্রী মোদি তাঁর সরকারের আট বছর পূর্তি উপলক্ষ্যে সিমলায় ‘গরিব কল্যাণ সম্মেলনে’ অংশ নেবেন এবং বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করবেন।