TRENDING:

Tunnel: তেলঙ্গানার সুড়ঙ্গে এখনও আটকে ৮ শ্রমিক, প্রাণ বাঁচাতে অদ্ভূত 'অস্ত্র' ব্যবহার উদ্ধারকারীদের! নামে সাড়া মিলল?

Last Updated:

শনিবার সকালে তেলেঙ্গানায় টানেল ভেঙে আটকে পড়া ৮ শ্রমিককে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। যদিও উদ্ধারকারীরা সেখানেই রয়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হায়দরাবাদ: শনিবার সকালে তেলেঙ্গানায় টানেল ভেঙে আটকে পড়া ৮ শ্রমিককে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। যদিও উদ্ধারকারীরা সেখানেই রয়েছেন। ঘটনাস্থলে থেকে আপ্রাণ চেষ্টা করে চলেছেন তাঁদের উদ্ধারের। তবে প্রচুর কাদা জমে থাকায় একদম কেন্দ্রস্থলে পৌঁছনোই কঠিন হয়ে পড়েছে। আপাতত উদ্ধারকারীরা চিৎকার করে সাড়া পেতে চাইছেন। আটকে পড়া শ্রমিকদের নাম ধরে ডাকছেন তাঁরা। কিন্তু শেষ খবর মেলা পর্যন্ত কাউকেই উদ্ধার করা যায়নি।
সুড়ঙ্গে আটকে এখনও বহু শ্রমিক। (ছবি- পিটিআই)
সুড়ঙ্গে আটকে এখনও বহু শ্রমিক। (ছবি- পিটিআই)
advertisement

আরও পড়ুন: জ্বলছে বাংলাদেশ, হঠাৎ মহাকুম্ভে কাদের পাঠালেন মহম্মদ ইউনূস! দু’দিন ধরে কী করবে তারা?

প্রশাসনের তরফে জানা যাচ্ছে, তেলেঙ্গানার নগরকুরনুল জেলার শ্রীসাইলাম ড্যামে অবস্থিত সুড়ঙ্গের মধ্যে লিকেজ সমস্যা সারাই করতে গিয়েছিলেন একদল শ্রমিক। সুড়ঙ্গের প্রায় ১৪ কিলোমিটার ভিতরে হঠাৎ ধস নামে ছাদে। মর্মান্তিক এই দুর্ঘটনার জেরে অন্তত ৮ জন ভিতরে আটকে পড়েছেন। প্রশাসনের দাবি অনুযায়ী, ছাদের প্রায় ১০ মিটার অংশ ভেঙে পড়ে যার জেরে প্রায় ২০০ মিটার এলাকায় কাদামাটি ছড়িয়ে পড়েছে। জানা যাচ্ছে, দিনচারেক আগেই খোলা হয়েছিল টানেলটি। দুর্ঘটনার পর স্থানীয় জেলাশাসক বি সন্তোষ বলেন, যাঁরা আটকে পড়েছেন তাঁদের সঙ্গে কোনওভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। এমনকী ভিতরের এয়ার চেম্বার ও কোনভেয়ার বেল্ট পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে।

advertisement

আরও পড়ুন: ট্যাক্সিতে উঠলেন অন্তঃসত্ত্বা মহিলা, পথেই ঘনাল ‘বিপদ’…! চালক যা করলেন, সবাই হতবাক!

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

উদ্ধারকাজে নেমেছে এনডিআরএফের ১৪৫ জন এবং এসডিআরএফের ১২০ জন সদস্য। আপাতত শ্রমিকদের নাম ডেকে সাড়া নিয়ে বোঝার চেষ্টা করা হচ্ছে তাঁরা ঠিক আছেন কিনা। সব মিলিয়ে পুরো বিষয়টি এখনও জটিল অবস্থায় রয়েছে। কীভাবে এবং কতক্ষণে ওই শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হবে তা নিয়ে সংশয় রয়েছে। আপাতত প্রচণ্ড তৎপরতায় কাজ চলছে। খতিয়ে দেখা হচ্ছে গোটা পরিস্থিতি।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Tunnel: তেলঙ্গানার সুড়ঙ্গে এখনও আটকে ৮ শ্রমিক, প্রাণ বাঁচাতে অদ্ভূত 'অস্ত্র' ব্যবহার উদ্ধারকারীদের! নামে সাড়া মিলল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল