TRENDING:

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর, জুলাই থেকেই বাড়ছে বেতন

Last Updated:

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর, জুলাই থেকেই বাড়ছে বেতন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: নয়া অর্থবর্ষের শুরুর কয়েক মাস কাটতে না কাটতেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর ৷ ফের এক লাফে অনেকটাই বাড়বে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিভিন্ন সরকারি দফতরে কর্মরত কর্মীদের বেতন ৷
advertisement

সূত্রের খবর, জুলাই মাসের পয়লা থেকেই বর্ধিত হারে বেতন পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৷ সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অ্যালাউন্স অর্থাৎ ভাতার বর্তমান পরিকাঠামোর সম্পূর্ণ সংস্করণ ঘটিয়ে তৈরি হয়েছে নতুন বেতন কাঠামো ৷ ফের বাড়তে চলেছে অ্যালাউন্স অর্থাৎ ভাতা ৷

গত বছরই সপ্তম কমিশনের নির্দেশে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের মাইনে বেড়েছে ২.৫৭ গুণ হারে ৷ এবার ডিএ-এর পর বিভিন্ন অ্যালাউন্স বাড়ার পালা ৷ সূত্রের খবর, অর্থসচিব অশোক লাভাসার নেতৃত্বে তৈরি কমিটি সপ্তম পে কমিশনের ভাতা সংক্রান্ত সুপারিশগুলি খতিয়ে দেখে চুড়ান্ত রিপোর্ট অর্থমন্ত্রকে জমা দেয় ৷ সেই রিপোর্ট অনুযায়ীই বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের হাউস রেন্ট অ্যালাউন্স ৷

advertisement

পূর্বের রিপোর্ট অনুযায়ী গত ৭ জুন কেন্দ্রীয় সরকারের বৈঠকে সপ্তম বেতন কমিশনের জমা দেওয়া রিপোর্ট নিয়ে আলাপ আলোচনার পর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নয়া বেতন কাঠামোয় মিলেছে অনুমোদন ৷

এ কে মাথুরের নেতৃত্বাধীন সপ্তম পে কমিশন তিনটি শ্রেণীর শহরের বাসিন্দা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য তিন ধরনের বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির প্রস্তাব পেশ করেছিল ৷ সেই অনুযায়ী তিন শ্রেণী অর্থাৎ জীবিকার মান অনুযায়ী ভাগ করা শহরগুলির বাসিন্দা সরকারি কর্মীর HR ভাতা ২৫-২৭ শতাংশ হারে বাড়তে পারে ৷

advertisement

একইসঙ্গে সপ্তম পে কমিশনের প্রস্তাব অনুযায়ী ডিএ যদি কেন্দ্রীয় কর্মীর বেতনের ৫০ শতাংশ হয় তাহলে ২৭, ১৪ এবং ৯ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বাড়ি ভাড়ার অ্যালাউন্স ৷ অর্থাৎ সব মিলিয়ে নতুন করে কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের বেতন ১০৬ থেকে ১২২ শতাংশ বাড়বে ৷ এর ফলে লাভবান হবেন ৪৭ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী, ১৪ লক্ষ নিরাপত্তাকর্মী ও ৫৩ লক্ষ পেনশনগ্রাহক ।

advertisement

সপ্তম বেতন কমিশন বেসিক পে-এর উপরে ১৪.২৭ হারে বৃদ্ধির প্রস্তাব দিয়েছে ৷ উল্লেখ্য গত ৭০ বছরে বৃদ্ধির হারের পরিপ্রেক্ষিতে এবছর বৃদ্ধির হার সর্বনিম্ন ৷

রিপোর্ট অনুযায়ী পে কমিশন একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারি কোন শহরের বাসিন্দা সেই অনুযায়ী বাড়ি ভাড়ার ভাতা দেবে ৷ মেট্রো শহরের বাসিন্দাদের জন্য অবশ্য বাড়ি ভাড়ার ভাতা ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৪ শতাংশ করে দেওয়ার সুপারিশ করেছে ৷ তবে এব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নেবে মোদি সরকার ৷

advertisement

২০১৬ সালের ২৯ জুন সপ্তম পে কমিশনের সুপারিশে সিলমোহর দেয় কেন্দ্রীয় মন্ত্রীসভা ৷ সেই সুপারিশ অনুযায়ী নতুন স্যালারি স্কেল লাগু হয়েছে ১ জানুয়ারি ২০১৬ থেকেই ৷ আগামী ১লা অগস্ট থেকেই বর্ধিত বেতন হাতে পাচ্ছেন সরকারি কর্মচারিরা ৷

চলতি বছরের জানুয়ারি মাসে ক্যাবিনেট সেক্রেটারি পি কে সিনহার নেতৃত্বে সরকার একটি প্যানেল গঠন করে ৷ সপ্তম পে কমিশনের প্রস্তাব করা বিষয়গুলি বাস্তবায়ন ছিল এই প্যানেল গঠনের উদ্দেশ্য ৷ বিচারপতি এ কে মাথুরের নেতৃত্বাধীন সপ্তম বেতন কমিশনের প্রস্তাবের ফলে উপকৃত হয়েছেন ৪৭ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী, ১৪ লক্ষ নিরাপত্তাকর্মী ও ৫২ লক্ষ পেনশনগ্রাহক ।

সেরা ভিডিও

আরও দেখুন
জলের দরে সস্তা নাকি পকেটে কোপ? ভাইফোঁটায় ইলিশ কিনতে কালঘাম ছুটবে নাকি মধ্যবিত্তের?
আরও দেখুন

সপ্তম বেতন কমিশনের প্রস্তাব অনুযায়ী, চাকরির শুরুতেই একজন কেন্দ্রীয় সরকারি কর্মীর মূল বেতন হল ১৮ হাজার টাকা আর সর্বাধিক মাসিক বেতন হয়েছে আড়াই লক্ষ টাকা ৷

বাংলা খবর/ খবর/দেশ/
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর, জুলাই থেকেই বাড়ছে বেতন