advertisement
রবিবার, প্রধানমন্ত্রী নিজেই ট্যুইটের মাধ্যমে যোগ দিবসের অনুষ্ঠানের কথা জানিয়েছেন। তিনি ট্যুইটে লিখেছেন, 'কাল ২১ জুন, আমাদের সপ্তম যোগ দিবস। এবারের যোগ দিবসের থিম ভালো থাকার জন্য যোগাভ্যাস। মানসিক ও শারীরিক সুস্থতার জন্যই এই যোগাভ্যাস। ভোর ৬.৩০ মিনিটে যোগ দিবসের অনুষ্ঠান শুরু হবে।' জাতীয় সংবাদসংস্থা সূত্রে খবর, টেলিভিশনে রেকর্ড করা যোগ দিবসের অনুষ্ঠানে দেখা যাবে ১৫ জন আধ্যাত্মিক গুরু ও যোগ গুরুদের।
এদিন আয়ূষ মন্ত্রক ও আন্তর্জাতিক যোগ দিবসের নোডাল মন্ত্রকের তরফে বিবৃতি জারি করা হয়েছে যোগের প্রয়োজনীয়তা ও প্রভাব নিয়ে। প্রতি বছরের ২১ জুন, আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়, ২০১৪ সালে এই ঘোষণা করে রাষ্ট্রপুঞ্জ। ভারত ছাড়াও চিন, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, লেবানন, মালয়েশিয়া, আমেরিকা, কানাডা-সহ মোট ১৮০টি দেশে পালন হয় 'বিশ্ব যোগ দিবস'। গোটা দুনিয়ার সঙ্গে নতুন করে যোগসূত্র গড়ে দিয়েছে এই দিনটি। বর্তমানে চূড়ান্ত কর্মব্যস্ততার যুগে শরীরকে সুস্থ রাখতে দুনিয়ার শতাধিক দেশে প্রায় নিয়মিত যোগাভ্যাস করেন লক্ষ লক্ষ মানুষ। এই বছর বাড়ি থেকেই ভার্চুয়ালি বেশিরভাগ মানুষ যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন বলে মনে করা হচ্ছে।