স্বাধীনতার ৭৪ বছর পূর্তিতে ফের ইতিহাসের পাতায় নরেন্দ্র দামোদরদাস মোদি ৷ ২০১৪ সালের ২৬ মে প্রথমবার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন মোদি। দ্বিতীয়বার শপথ নেন ২০১৯ সালের ৩০ মে। দীর্ঘ মেয়াদী প্রধানমন্ত্রিত্বের তালিকায় শীর্ষে রয়েছেন জওহরলাল নেহরু ৷ তিনি ক্ষমতায় ছিলেন ১৭ বছর ৷ দ্বিতীয় স্থানে রয়েছেন নেহরু কন্যা ইন্দিরা গান্ধি ৷ দু’দফায় মোট ১১ বছর প্রধানমন্ত্রী হিসেবে মসনদে ছিলেন ইন্দিরা ৷ তৃতীয় মনমোহন সিং ৷ তিনি দু’দফা মিলিয়ে মোট ১০ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন ৷
advertisement
অকংগ্রেসি প্রধানমন্ত্রীদের মধ্যে মোদির আগে সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রীত্বের কৃতিত্ব গড়েছেন অটল বিহারী বাজপেয়ী ৷ ১৯ মার্চ ১৯৯৮ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ৷ প্রথমবার কার্যকালের মেয়াদ শেষ হয় ১৩ অক্টোবর ১৯৯৯ ৷ ফের দ্বিতীয় কার্যকাল ১৩ অক্টোবর ১৯৯৯ থেকে শুরু হয়ে শেষ হয় ২২ মে ২০০৪ সালে ৷
অগাস্ট মাসে একের পর এক রেকর্ড গড়ছেন প্রধানমন্ত্রী মোদি ৷ মাসের শুরুতেই প্রথম প্রধানমন্ত্রী হিসেবে রামজন্মভূমিতে যাওয়ার নজির গড়েন তিনি ৷ রামমন্দিরের প্রতিষ্ঠার পুজো উপলক্ষে অযোধ্যায় পা রাখার সঙ্গে সঙ্গেই ইতিহাসের পাতায় জায়গা করে নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ স্বাধীনতার পর থেকে রাম জন্মভূমিতে প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী পা পড়ে সেদিন ৷ তবে মোদির আগে ইন্দিরা গান্ধি, রাজীব গান্ধি এমনকি অটল বিহার বাজপেয়ীও নিজের প্রধানমন্ত্রীত্বকালে অযোধ্যা গিয়েছিলেন, তবে এদের মধ্যে কেউই রামজন্মভূমি বলে প্রসিদ্ধ এই স্থানে যাননি ৷