জানা গিয়েছে, ব্যাঙ্ক থেকে নিজের বার্ধক্য ভাতা টুকু তুলতে এই বৃদ্ধ বয়সে এভাবেই রোদে পুড়ে হেঁটে যেতে হয় তাঁকে৷ ভাঙা চেয়ারের সাহায্যে খালি পায়ে তাঁর হেঁটে যাওয়ার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷
ভিডিওয় যে মহিলাটিকে দেখা যাচ্ছে, তাঁর নাম সূর্য হরিজন৷ অত্যন্ত দরিদ্র৷ বয়স ৭০ বছর। তাঁর বড় ছেলে ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করেন৷ বর্তমানে ছোট ছেলের পরিবারের সঙ্গেই ওড়িশার ঝাড়িগাঁওয়ের নবরঙ্গপুর জেলায় থাকেন ওই বৃদ্ধা৷ নেই জমি৷ ছোট্ট কুঁড়েঘরে কোনও রকমে গুঁজেমুজে ঠাঁই পরিবারের সকলের৷ অন্য লোকের গবাদি পশু মাঠে চড়িয়ে দু’মুঠো খাবারের সংস্থান করেন৷ এই অবস্থায় বার্ধক্য ভাতাই ওই সূর্যার অন্যতম ভরসা৷
আরও পড়ুন: স্ট্র্যাটেজিতে বদল! মাও কায়দায় হামলার ছক কষছে জম্মু-কাশ্মীরের জঙ্গিরা
তাই একপ্রকার বাধ্য হয়েই প্রখর তাপপ্রবাহের মাঝেই খালি পায়ে ভাঙা চেয়ারের সাহায্যে ব্যাঙ্ক থেকে বার্ধক্য ভাতা আনতে গিয়েছিলেন তিনি৷
কিন্তু, সেখানেও বাঁধে বিপত্তি৷ জানা গিয়েছে, তাঁর বুড়ো আঙুলের ছাপ ব্যাঙ্কের রেকর্ডের সঙ্গে ম্যাচ না করায়, তাঁকে তাঁর প্রাপ্য টাকা দেওয়া যায়নি৷ তবে বৃদ্ধাকে খালি হাতে ফেরাননি ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মীরা৷ তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে ৩ হাজার টাকা৷ সমস্যার দ্রুত সমাধান করার আশ্বাসও দিয়েছেন তাঁরা৷