TRENDING:

Odhisha ‍| Viral video | Old age Pension Scheme: প্রখর রোদ, গরম আগুন পিচ রাস্তা, তার মধ্য়েও খালি পায়ে কয়েক কিলোমিটার হাঁটলেন বৃদ্ধা! কেন জানেন? ভাইরাল ভিডিও

Last Updated:

জানা গিয়েছে, তাঁর বুড়ো আঙুলের ছাপ ব্যাঙ্কের রেকর্ডের সঙ্গে ম্যাচ না করায়, তাঁকে তাঁর প্রাপ্য টাকা দেওয়া যায়নি৷ তবে বৃদ্ধাকে খালি হাতে ফেরাননি ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মীরা৷ তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে ৩ হাজার টাকা৷ সমস্যার দ্রুত সমাধান করার আশ্বাসও দিয়েছেন তাঁরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ওড়িশা: কোনও রকমে শরীরে জড়ানো কাপড়৷ পায়ে নেই জুতো৷ মাথার উপরে নেই ছাতা৷ ঠিক মতো হাঁটতেও পারেন না৷ বাধ্য হয়ে তাই সাহায্য নিতে হয়েছে একটি ভাঙা চেয়ারের৷ এই অবস্থাতেই চড়া রোদ আর লু-এর মাঝে দীর্ঘ পথ অতিক্রম হাঁটলেন ৭০ বছরের বৃদ্ধা৷ জানেন কেন? সামান্য বার্ধক্য ভাতার জন্য৷
advertisement

জানা গিয়েছে, ব্যাঙ্ক থেকে নিজের বার্ধক্য ভাতা টুকু তুলতে এই বৃদ্ধ বয়সে এভাবেই রোদে পুড়ে হেঁটে যেতে হয় তাঁকে৷ ভাঙা চেয়ারের সাহায্যে খালি পায়ে তাঁর হেঁটে যাওয়ার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷

ভিডিওয় যে মহিলাটিকে দেখা যাচ্ছে, তাঁর নাম সূর্য হরিজন৷ অত্যন্ত দরিদ্র৷ বয়স ৭০ বছর। তাঁর বড় ছেলে ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করেন৷ বর্তমানে ছোট ছেলের পরিবারের সঙ্গেই ওড়িশার ঝাড়িগাঁওয়ের নবরঙ্গপুর জেলায় থাকেন ওই বৃদ্ধা৷ নেই জমি৷ ছোট্ট কুঁড়েঘরে কোনও রকমে গুঁজেমুজে ঠাঁই পরিবারের সকলের৷ অন্য লোকের গবাদি পশু মাঠে চড়িয়ে দু’মুঠো খাবারের সংস্থান করেন৷ এই অবস্থায় বার্ধক্য ভাতাই ওই সূর্যার অন্যতম ভরসা৷

advertisement

আরও পড়ুন: স্ট্র্যাটেজিতে বদল! মাও কায়দায় হামলার ছক কষছে জম্মু-কাশ্মীরের জঙ্গিরা

আরও পড়ুন: জুলাই নাকি অগাস্ট! কবে হবে পঞ্চায়েত ভোট? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে রাজ্য়জুড়ে জল্পনা

তাই একপ্রকার বাধ্য হয়েই প্রখর তাপপ্রবাহের মাঝেই খালি পায়ে ভাঙা চেয়ারের সাহায্যে ব্যাঙ্ক থেকে বার্ধক্য ভাতা আনতে গিয়েছিলেন তিনি৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়া এখন 'মিনি ভারত', এক ছাতার তলায় গোটা দেশের লোকসংস্কৃতির মিলনমেলা
আরও দেখুন

কিন্তু, সেখানেও বাঁধে বিপত্তি৷ জানা গিয়েছে, তাঁর বুড়ো আঙুলের ছাপ ব্যাঙ্কের রেকর্ডের সঙ্গে ম্যাচ না করায়, তাঁকে তাঁর প্রাপ্য টাকা দেওয়া যায়নি৷ তবে বৃদ্ধাকে খালি হাতে ফেরাননি ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মীরা৷ তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে ৩ হাজার টাকা৷ সমস্যার দ্রুত সমাধান করার আশ্বাসও দিয়েছেন তাঁরা৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Odhisha ‍| Viral video | Old age Pension Scheme: প্রখর রোদ, গরম আগুন পিচ রাস্তা, তার মধ্য়েও খালি পায়ে কয়েক কিলোমিটার হাঁটলেন বৃদ্ধা! কেন জানেন? ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল