TRENDING:

অ'স্বচ্ছ' ভারত! ৭ MP-১৯৯ MLA 'বেমালুম' চেপে গেলেন প্যান তথ্য!

Last Updated:

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস-এর রিপোর্ট বলছে, 'কংগ্রেসের ৫১ জন বিধায়ক PAN তথ্য জানাননি, এর পরেই বিজেপি-র ৪২ জন বিধায়ক, সিপিএম-এর ২৫ জন (যার মধ্যে ৩৩ জনই কেরলের), মিজোরামের ২৮ ও মধ্যপ্রদেশের ১৯ জন PAN কার্ডের তথ্য জানাননি৷'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আয় ও সম্পত্তির স্বচ্ছতার জন্য দেশের প্রতিটি বিধায়ক ও সাংসদকে PAN কার্ড বিস্তারিত তথ্য জমা দেওয়ার নির্দেশ থাকলেও, দেখা যাচ্ছে দেশের বহু সাংসদ ও বিধায়ক তাঁদের PAN তথ্য জানাননি৷ নির্বাচনে লড়াইয়ের জন্য মনোনয়ন দাখিলে যেখানে PAN আবশ্যিক৷ এই কীর্তিতে মোটামুটি সব দলের সাংসদ-বিধায়ক থাকলেও, এগিয়ে রয়েছে কংগ্রেস৷ বিজেপি-ও খুব একটা পিছিয়ে নেই৷
advertisement

রিপোর্টে দেখা যাচ্ছে, ১৯৯ জন বিধায়ক ও ৭ জন সাংসদ PAN তথ্য গোপন করার চেষ্টা করছেন৷ অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস-এর রিপোর্ট বলছে, 'কংগ্রেসের ৫১ জন বিধায়ক PAN তথ্য জানাননি, এর পরেই বিজেপি-র ৪২ জন বিধায়ক, সিপিএম-এর ২৫ জন (যার মধ্যে ৩৩ জনই কেরলের), মিজোরামের ২৮ ও মধ্যপ্রদেশের ১৯ জন PAN কার্ডের তথ্য জানাননি৷'

advertisement

আশ্চর্যের হল, মিজোরামের মোট ৪০ আসনের বিধানসভায় ২৮ জন বিধায়কই PAN কার্ডের বিস্তারিত জানাননি৷ সাংসদদের মধ্যে রয়েছেন, ওড়িশা ২ সাংসদ (বিজেডি), তামিলনাড়ু, অসম, মিজোরাম ও লাক্ষাদ্বীপের সাংসদ PAN গোপন করে গিয়েছেন৷ রয়েছেন কংগ্রেস, এনসিপি-র সাংসদও৷

আরও ভিডিও: দেখুন কী ভাবে রেল টিকিট জাল করে চলছে কোটি কোটি টাকা লুঠ

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
অ'স্বচ্ছ' ভারত! ৭ MP-১৯৯ MLA 'বেমালুম' চেপে গেলেন প্যান তথ্য!