রিপোর্টে দেখা যাচ্ছে, ১৯৯ জন বিধায়ক ও ৭ জন সাংসদ PAN তথ্য গোপন করার চেষ্টা করছেন৷ অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস-এর রিপোর্ট বলছে, 'কংগ্রেসের ৫১ জন বিধায়ক PAN তথ্য জানাননি, এর পরেই বিজেপি-র ৪২ জন বিধায়ক, সিপিএম-এর ২৫ জন (যার মধ্যে ৩৩ জনই কেরলের), মিজোরামের ২৮ ও মধ্যপ্রদেশের ১৯ জন PAN কার্ডের তথ্য জানাননি৷'
advertisement
আশ্চর্যের হল, মিজোরামের মোট ৪০ আসনের বিধানসভায় ২৮ জন বিধায়কই PAN কার্ডের বিস্তারিত জানাননি৷ সাংসদদের মধ্যে রয়েছেন, ওড়িশা ২ সাংসদ (বিজেডি), তামিলনাড়ু, অসম, মিজোরাম ও লাক্ষাদ্বীপের সাংসদ PAN গোপন করে গিয়েছেন৷ রয়েছেন কংগ্রেস, এনসিপি-র সাংসদও৷
আরও ভিডিও: দেখুন কী ভাবে রেল টিকিট জাল করে চলছে কোটি কোটি টাকা লুঠ
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 27, 2018 8:33 AM IST