স্বাস্থকর্মী, পুলিশ, চিকিৎসক, খাদ্য সরবরাহের সঙ্গে যুক্ত ব্যক্তি ও অন্যান্য জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বাদে প্রায় সকলেই ওয়ার্ক ফ্রম হোমের সুবিধে পেয়েছেন। কিন্তু আনলকের শুরু থেকে বেশিরভাগ সংস্থাই অফিসে কাজ শুরু করে দিয়েছে। ফলে অফিসে গিয়েই কাজ শুরু করতে হচ্ছে অনেককে। যাঁরা এখনও বাড়িতে বসে কাজ করছেন, তাঁদেরই একাংশ বাড়িতে কাজ না করে, এবার অফিসে গিয়ে কাজ করতে চাইছেন।
advertisement
সম্প্রতি এই বিষয়টির উপরে নিউজ ১৮ ইউগভ নামের একটি সংস্থার সঙ্গে মিলে একটি সমীক্ষা চালায়। সমীক্ষাটি ২৮ ডিসেম্বর ২০২০ থেকে ৩ জানুয়ারি ২০২১-এর মধ্যে প্রায় ৩,২০১ জনের মধ্যে করা হয়। যাতে শহরের ১০১৫ জন মানুষের দেওয়া তথ্য বলছে যে তাঁরা অফিসে ফিরতে চান।
সমীক্ষায় দেখা যায়, ওই ১০১৫ জনই এবার কাজের জায়গায় ফিরতে চাইছেন। কিন্তু অবশ্যই সমস্ত সুরক্ষাবিধি মেনে চলার শর্তও দিচ্ছেন তাঁরা। আর বাকিরা এখনও করোনার ভ্যাকসিনের অপেক্ষা করছেন। ভ্যাকসিন এলে তবে অফিসে যাওয়া শুরু করবেন বলে জানিয়েছেন।
সমীক্ষা বলছে, ১০ জন শহরের মানুষের মধ্য়ে অন্তত ৭ জন কর্মক্ষেত্রে ফিরতে চাইছেন। যার মধ্যে ৬৭ শতাংশ মানুষ দেশের মধ্যেই কাজ করতে স্বাচ্ছন্দ্য় বোধ করবেন বলে জানিয়েছেন।
আর সমীক্ষায় অংশগ্রহণ করা এক তৃতীয়াংশ মানুষ জানিয়েছেন, দেশে ভ্যাকসিন দেওয়া শুরু হলে এবং সকলে ভ্যাকসিন পাবে, এমন পরিস্থিতি তৈরি হলে তবেই অফিসে গিয়ে কাজ শুরু করবেন তাঁরা। না হলে বাড়িতে কাজ করতে তেমন অসুবিধা হচ্ছে না।