কেন্দ্রের জলশক্তি মন্ত্রকের প্রস্তুত করা “সেন্টারের ফাংশনালিটি অ্যাসেসমেন্ট অব হাউসহোল্ড ট্যাপ কানেকশনস স্টেট রিপোর্ট ২০২৪ (মধ্যপ্রদেশ)”-এর রিপোর্টেই মধ্যপ্রদেশের জলের এই হাল প্রকাশ পেয়েছে৷ এই রিপোর্টে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই থেকে অক্টোবরের মধ্যে দেশজুড়ে একটি সমীক্ষা চালানো হয়, যেখানে পানীয় জলের নমুনা পরীক্ষা করা হয়েছে ই.কোলাই (E. coli), টোটাল কোলিফর্ম এবং pH মাত্রা নির্ধারণের জন্য।
advertisement
আরও পড়ুন: বুধের নক্ষত্রে দেবগুরুর গোচর! ৪ রাশির বৃহস্পতি তুঙ্গে, সোনায় মুড়বে কপাল, চড়বেন সাফল্যের সিঁড়ি
রিপোর্ট অনুযায়ী, মধ্যপ্রদেশে মাত্র ৬৩ শতাংশ পানীয় জলের নমুনা গুণগত মানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আর এক-তৃতীয়াংশেরও বেশি নমুনা পরীক্ষায় ব্যর্থ হয়েছে। এই হারটি দেশের গড় ৭৬ শতাংশ পাশের হারের তুলনায় অনেকটাই কম।
আরও পড়ুন: ‘খুব সাবধান’, মাদুরোকে বন্দি করেই পাদ্রোকে হুমকি! এবার কলম্বিয়ার প্রেসিডেন্টকে হুঁশিয়ারি ট্রাম্পের
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, ইন্দোরে মাত্র ৩৩ শতাংশ পানীয় জলের নমুনা পানের যোগ্য বলে বিবেচিত হয়েছে, যা জাতীয় গড়ের ঠিক অর্ধেক। দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহর তকমা পাওয়া ইনদওরের স্বীকৃতিকে প্রশ্নচিহ্ণের মুখে দাঁড় করিয়েছে৷ ইনদওরে বিষাক্ত জল খেয়ে মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে দুই শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে৷
