২০১৭ সালের অক্টোবর থেকে ডিটেনশন ক্যাম্পে বন্দি ছিলেন দুলাল পাল৷ রবিবার তাঁর মৃত্যু হয় গুয়াহাটি মেডিক্যাল কলেজে৷ পরিবারের লোকজন জানিয়েছেন, মানসিক ভাবে দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন দুলাল৷ গত ২৮ সেপ্টেম্বর থেকেই তিনি হাসপাতালে ভর্তি ছিলেন৷
অসমের শোনিতপুরের আলিসিঙ্গা গ্রামের বাসিন্দা দুলাল পাল তেজপুরের ডিটেনশন ক্যাম্পে আটক ছিলেন ২০১৭ সালের ১১ অক্টোবর থেকে৷ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দুলাল পালের ভাইপো জানিয়েছেন, দুলালের ভাই-বোন ও অন্যান্য আত্মীয়দের নাম ছিল এনআরসি-তে৷ ১৯৬০ সালের আগে জমি নথিও ছিল তাঁদের কাছে৷ দুলাল পালকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ডিটেনশন ক্যাম্পে আটক করা হয়েছিল৷
advertisement
অসমে ৬টি ডিটেনশন ক্যাম্পে প্রায় ১ হাজারের বেশি মানুষকে আটক রাখা হয়েছে৷ সপ্তম ডিটেনশন ক্যাম্পটি তৈরি করা হচ্ছে গোয়ালপাড়া জেলায়৷
আরও ভিডিও: অসমের পরে পশ্চিমবঙ্গেও এনআরসি ?