মঙ্গলবার বিহার বোর্ডের দ্বাদশ শ্রেনীর ফলপ্রকাশ হয়েছে ৷ এই বছরের পরীক্ষায় ৬৪ শতাংশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ফেল করেছে ৷
বিহার স্কুল বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন, ‘আগের বছরের দুর্নীতিকাণ্ডের পর পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখার জন্য আমরা বদ্ধপরিকর ছলাম ৷ ফর্ম ফিলআপ থেকে পরীক্ষা, ও খাতা দেখা সমস্ত বিষয় কড়া নজর রাখা হয়েছিল ৷ কোনওরকম দুর্নীতি এড়াতে উন্নতমানের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ৷ পরীক্ষার পেপারে বার কোড ব্যবহার করা হয়েছিল ৷ ফ্রি ও ফেয়ার পরীক্ষা করার জন্য সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হয়েছিল বোর্ডের তরফে ৷’
advertisement
এবছর বিজ্ঞান, কলা ও বাণিজ্য বিভাগ মিলিয়ে দ্বাদশ শ্রেণীতে পরীক্ষা দিয়েছিল মোট ১২৪০১৬৮ জন ছাত্র-ছাত্রী ৷ এদের মধ্যে ৭৯৪৬২২ ছাত্র-ছাত্রী পরীক্ষায় ব্যর্থ হয়েছে ৷ অথার্ৎ ৬৪.০৭ শতাংশ পড়ুয়া দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ফেল করেছেন ৷
বিজ্ঞান বিভাগে ৬৪৬২৩১ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল, যাদের মধ্যে ৪৪৯২৮০ ব্যর্থ হয়েছে (৬৯.৫২%) ৷ বাণিজ্য বিভাগে পরীক্ষা দিয়েছিল ৬০০২২ পড়ুয়া যাদের মধ্যে ১৫০০৪ ফেল করেছে (২৫ %) ৷ কলাবিভাগে ৫৩৩৯১৫ ছাত্র ছাত্রীদের মধ্যে ব্যর্থ হয়েছে ৩৩০৩৩৮ (৬১.৮৭%) ৷
গত বছর বিজ্ঞান বিভাগে পাসের হার ছিল ৮৯.৩২ শতাংশ ৷ যা এবছর প্রায় ৩০.১১ শতাংশ কমে গিয়েছে ৷ এতে থেকে অনেকটাই পরিষ্কার যে গত বছর টপার দুর্নীতির পর এবছর বিহার বোর্ড পরীক্ষা নীতি নিয়ে অনেকটাই কড়া হওয়ায় পাসের হার কমেছে বলে মত বিশেষজ্ঞদের ৷
এবছর ৮৬.২ শতাংশ পেয়ে দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগে টপ করেছে খুশবু কুমারী ৷
BSEB চেয়ারম্যান জানিয়েছেন, এবছর টপারদের উত্তরপত্র খতিয়ে দেখার হয়েছে ও রিভিউ করার পর ফাইনাল লিস্ট প্রকাশ করা হয়েছে ৷