স্থানীয় সূত্রের খবর, মন্দিরের সামনে বিপুল পরিমাণে মানুষ জড়ো হয়েছিলেন। এরফলে একসময় ভিড় নিয়ন্ত্রণ মুশকিল হয়ে পড়ে। ফলে, মুহূর্তেই ঘটে যায় দুর্ঘটনা।
এই পদপিষ্ট হওয়ার পিছনে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনাও কারণ হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এই দুর্ঘটনা প্রসঙ্গে গভীর শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি জানিয়েছেন, গোটা বিষয়টি তিনি নজরে রাখছেন। ইতিমধ্যেই উদ্ধারকারী দল রওনা দিয়েছে। এই প্রসঙ্গে তিনি বলেন, “মনসা দেবী মন্দিরে একটি পদপিষ্ট হওয়ার ঘটনা সামনে এসেছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। ইতিমধ্যেই উদ্ধারকারী দল রওনা দিয়েছে। আমি গোটা বিষয়টির উপর নজর রাখছি। আমি ভগবানের কাছে প্রার্থনা করি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন।”
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 27, 2025 11:05 AM IST