TRENDING:

Relationship: ইনস্টাগ্রামে ‘যুবতী’ সেজে প্রেম ২৬-এর যুবকের সঙ্গে প্রেম ৫২-র প্রৌঢ়ার! বিয়ের জন্য চাপ দিতেই ভয়ঙ্কর ঘটনা

Last Updated:

ইনস্টাগ্রামের ফিল্টার ব্যবহার করে নিজের বয়স লুকিয়ে হাঁটুর বয়সী যুবকের সঙ্গে দিব্যি প্রেম চালিয়ে যাচ্ছিলেন ৫২ বছর বয়সী এক মহিলা। এদিকে কম যায় না সেই তরুণ প্রেমিকও। প্রেমিকার কাছ থেকে টাকা ধার নিয়েছিল সে। ফলে বিয়ে এবং টাকা ফেরত দেওয়ার জন্য প্রেমিককে চাপ দিতে শুরু করেন ওই প্রৌঢ়া। তাতেই রেগে গিয়ে ওড়নার ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে মহিলাকে খুন করল তাঁরই ২৬ বছর বয়সী প্রেমিক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইনস্টাগ্রামের ফিল্টার ব্যবহার করে নিজের বয়স লুকিয়ে হাঁটুর বয়সী যুবকের সঙ্গে দিব্যি প্রেম চালিয়ে যাচ্ছিলেন ৫২ বছর বয়সী এক মহিলা। এদিকে কম যায় না সেই তরুণ প্রেমিকও। প্রেমিকার কাছ থেকে টাকা ধার নিয়েছিল সে। ফলে বিয়ে এবং টাকা ফেরত দেওয়ার জন্য প্রেমিককে চাপ দিতে শুরু করেন ওই প্রৌঢ়া। তাতেই রেগে গিয়ে ওড়নার ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে মহিলাকে খুন করল তাঁরই ২৬ বছর বয়সী প্রেমিক। উত্তরপ্রদেশের মইনপুরি জেলায় ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা।
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

আরও পড়ুন: এবার দিতে হবে ৪০% GST! বহু জিনিস সস্তা হলেও দাম বাড়ছে এসব জিনিসের, পকেট ফাঁকা হবে গরিব-বড়লোক সবার

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ওই যুবকের নাম অরুণ রাজপুত। ইনস্টাগ্রামে ৫২ বছর বয়সী ওই মহিলার সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছিল অরুণ। এরপর প্রায় দেড় বছর ধরে সেখানেই চলত কথাবার্তা। তারপর ফোন নম্বরও আদানপ্রদান হয়। এদিকে ওই প্রৌঢ়া নিজেকে কমবয়সী দেখাতে ইনস্টাগ্রামের ফিল্টার ব্যবহার করতেন।

advertisement

পুলিশ আরও জানিয়েছে, মাস দুয়েক আগে ফারুখাবাদের একটি হোটেলে প্রথম তাঁদের সামনাসামনি দেখা হয়। অরুণ রাজপুত নিজের প্রেমিকাকে সামনে দেখে রীতিমতো তাজ্জব বনে গিয়েছিল। কারণ তার মনে হয়েছিল যে, প্রেমিকার বয়স অনেকটাই বেশি। এরপর মহিলাও অরুণকে বলেন যে, তাঁর বয়স ৫২ বছর। যদিও তাতে একেবারেই কোনও রকম প্রতিক্রিয়াই দেখা যায়নি অরুণের মধ্যে। বরং মাথা ঠান্ডা রেখে মহিলার কাছ থেকে টাকা হাতানোর ছক কষে ফেলে সে। যে-ই ভাবা, সে-ই কাজ। ফলে প্রেমিকাকে বুঝিয়ে তাঁর থেকে ১.৫ লক্ষ টাকা ধার নেয় অরুণ।

advertisement

আরও পড়ুন: হঠাৎ একধাক্কায় দাম কমছে সব খাবারের! সস্তা হবে ইলেকট্রনিক জিনিসও, জিএসটি কাউন্সিলের বৈঠক শেষে বড় ঘোষণা

এদিকে মহিলাও নাছোড়বান্দা। তিনি বিয়ের জন্য অরুণের উপর চাপ দিতে শুরু করেন। তবে বিয়ে করতে বেঁকে বসে অভিযুক্ত। তাতে মহিলা রেগে গিয়ে ধার দেওয়া দেড় লক্ষ টাকা মিটিয়ে দিতে বলেন। কিন্তু সেটাও না দিতে চাওয়ায় তিনি বারবার অভিযুক্তের উপর চাপ দিতে থাকেন। আর বারংবার চাপে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে অরুণ ওই মহিলাকে মেরে ফেলার চক্রান্ত করে। সেই ছক অনুযায়ী মহিলাকে মইনপুরিতে ডেকে পাঠায় সে। তারপর মহিলার পরনে থাকা ওড়নার ফাঁস দিয়েই তাঁকে খুন করে অরুণ। আবার খুনের পর মহিলার মোবাইল থেকে সিম কার্ড খুলে তা নষ্ট করে ফেলে এবং দেহটিকে একটি ঝোপের আড়ালে ফেলে দেয় অরুণ।

advertisement

গত ১১ অগাস্ট ২০২৫ তারিখ নাগাদ মইনপুরির কোতওয়ালি এলাকার খারপারি রাজবাহার কাছ থেকে মহিলার পরিত্যক্ত দেহটি উদ্ধার করে পুলিশ। আর তাঁর দেহের কাছ থেকে উদ্ধার হয় একটি মোবাইল ফোন। এদিকে দেহ শনাক্ত না হওয়ায় সেটিকে পরিত্যক্ত হিসেবে নথিভুক্ত করে দাহ কাজ সম্পন্ন করে পুলিশ। যদিও সংশ্লিষ্ট জেলা এবং তার আশপাশের জেলার সমস্ত থানাতেই ছড়িয়ে দেওয়া হয় মহিলার ছবি।

advertisement

তবে মৃতার পরিবারের তরফে মিসিং ডায়েরি আসার পরেই অভিযুক্ত অরুণ রাজপুতের কথা জানা যায়। তদন্তকারীরা মহিলার নম্বর নিয়ে সিডিআর রিপোর্টের মাধ্যমে অরুণকে ট্র্যাক করেন। এরপরেই তাকে গ্রেফতার করা হয়েছে। আর জিজ্ঞাসাবাদে ভেঙে পড়ে খুনের কথা কবুলও করে নিয়েছে অভিযুক্ত।

বাংলা খবর/ খবর/দেশ/
Relationship: ইনস্টাগ্রামে ‘যুবতী’ সেজে প্রেম ২৬-এর যুবকের সঙ্গে প্রেম ৫২-র প্রৌঢ়ার! বিয়ের জন্য চাপ দিতেই ভয়ঙ্কর ঘটনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল