TRENDING:

Jailbreak: লুঙ্গি, চাদর দিয়ে বানানো দড়ি, তা দিয়েই ২০ ফুট দেওয়াল টপকে জেল থেকে পালাল ৫ অভিযুক্ত আসামি

Last Updated:

লুঙ্গি আর বিছানার চাদর দিয়ে বানানো লম্বা দড়ি আর সেই দড়ি দিয়েই ২০ ফুটের বিশাল প্রাচীর টপকে পালিয়ে গেলেন পাঁচ জন অভিযুক্ত আসামি। গত শুক্রবার, অসমের মরিগাঁও জেলা সংশোধনাগারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গুয়াহাটি: লুঙ্গি আর বিছানার চাদর দিয়ে বানানো লম্বা দড়ি আর সেই দড়ি দিয়েই ২০ ফুটের বিশাল প্রাচীর টপকে পালিয়ে গেলেন পাঁচ জন অভিযুক্ত আসামি। গত শুক্রবার, অসমের মরিগাঁও জেলা সংশোধনাগারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
২০ ফুট দেওয়াল টপকে পালাল অভিযুক্তরা।
২০ ফুট দেওয়াল টপকে পালাল অভিযুক্তরা।
advertisement

আরও পড়ুন: পুজোর মিটতে না মিটতেই ভূমিকম্প! কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও অসম

জেলা প্রশাসন সূত্রে খবর, অভিযুক্তরা প্রথমে জেলের কুঠুরির লোহার গ্রিল ভেঙে ফেলে। তারপর, লুঙ্গি,চাদর এবং কম্বল দিয়ে দড়ি বানিয়ে ২০ ফুট পাঁচিল টপকে পালিয়ে যায়। এই ঘটনার পরেই নিরাপত্তা কর্মীরা এবং স্থানীয় প্রশাসন তৎপর হলেও ততক্ষণে আসামিরা পগারপার।

advertisement

অভিযুক্ত আসামিদের নাম হল সৈফুদ্দিন, জৈরুল ইসলাম, নুর ইসলাম, মাফদুল এবং আব্দুল রশিদ, পাঁচজন অভিযুক্তই পকসো আইনে জেলে ছিলেন।

আরও পড়ুন: ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা পেয়েও গুলিবিদ্ধ ! কে ছিলেন বাবা সিদ্দিকি? কেন খুন ?

এই জেল প্রশাসনের পক্ষ থেকে মরিগাঁও-এর জেলা কমিশনার দেবাশীষ শর্মা জানান, এই জেল ভেঙে পালানোর ঘটনা ঘটেছে শুক্রবার রাত ১ টা থেকে ২ টোর মধ্যে।

advertisement

ইতিমধ্যেই, অভিযুক্তদের ধরার জন্য গোটা এলাকা জুড়ে তল্লাশি চালানো শুরু হয়েছে। গোটা জেলা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানানো হয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
একই দিনে হাওড়ায় দু'টি বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভয়াবহ রূপ নিল লেলিহান শিখা, অল্পের জন্য রক্ষা
আরও দেখুন

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত আসামিরা কীভাবে জেল ভেঙে পালিয়ে গেল তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলা খবর/ খবর/দেশ/
Jailbreak: লুঙ্গি, চাদর দিয়ে বানানো দড়ি, তা দিয়েই ২০ ফুট দেওয়াল টপকে জেল থেকে পালাল ৫ অভিযুক্ত আসামি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল