TRENDING:

Kashmir Terrorist Attack: কাশ্মীরের পহেলগাঁওয়ের পর্যটকদের লক্ষ্য করে জঙ্গিদের গুলি! মৃত ১, আহত একাধিক

Last Updated:

Kashmir Terrorist Attack: পহেলগাঁও টুরিস্ট রিসর্টে জঙ্গি হামলা। পর্যটকদের লক্ষ‍্য করে গুলি। সূত্রের খবর, দুই পর্যটক আহত হয়েছেন। সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁও-এর বাইসরণ এলাকার মেদোতে কিছু গুলির শব্দ শোনা গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাশ্মীর: পহেলগাঁও টুরিস্ট রিসর্টে জঙ্গি হামলা। পর্যটকদের লক্ষ‍্য করে গুলি। সূত্রের খবর, দুই পর্যটক আহত হয়েছেন। সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁও-এর বাইসরণ এলাকার মেদোতে কিছু গুলির শব্দ শোনা গিয়েছে। লস্কর-ই-তৈয়বার একটি শাখা এই ঘটনার দায় স্বীকার করেছে বলে জানা গিয়েছে।
News18
News18
advertisement

আরও পড়ুনঃ গরমে ব্লাডসুগারের তাণ্ডব! এইভাবে রসুন খেলে ডায়াবেটিসের রফাদফা! মধুমেহ ঘায়েল ১০ দিনে

একজন পর্যটক মারা গিয়েছে বলে খবর।  ৫ জন আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে ০২ জন স্থানীয় এবং ০৩ জন স্থানীয় নন। একজন শীর্ষ পুলিশ কর্মকর্তা বলেছেন যে বাইসরণ পাহালগামের মেদোতে কিছু গুলির শব্দ শোনা গিয়েছে। তিনি আরও জানান, পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর একটি দলগুলির স্থানের দিকে ছুটে গিয়েছে। এদিকে, বাইসরণে সন্ত্রাসী হামলার খবর পাওয়া গিয়েছে, তবে সরকারি নিশ্চিতকরণের অপেক্ষা রয়েছে।

advertisement

বৈসারন পাহলগামে পর্যটকদের উপর হামলার সময় আহত কর্মীদের তালিকা। ভিনো ভাট আর (গুজরত), মানিক পাতিল, রিনো পান্ডে, এস. বালাচন্দ্রু (মহারাষ্ট্র), ডঃ পরমেশ্বর, অভিজাবন রাও (কর্ণাটক), অভিজাবম রাও R/O (কর্ণাটক), সান্ত্রু R/O (তামিলনাড়ু), সহশি কুমারী R/O ওড়িশ‍া

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, ‘আমি মর্মাহত। আমাদের দর্শনার্থীদের উপর এই আক্রমণ খুবই খারাপ কাজ। এই হামলার অপরাধীরা অমানবিক। নিন্দার কোনও শব্দই যথেষ্ট নয়। আমি নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই।’

advertisement

আরও পড়ুনঃ কাজু, কিসমিস, আমন্ড…রোজ মুঠো মুঠো ড্রাই ফ্রুটস খাচ্ছেন? আদৌ কি হচ্ছে শরীরের অন্দরে? ভুল করার আগে এখনই জানুন

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রাত্য বসুর সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা! কবিগুরুর মাটিতে বসে কী বললেন?
আরও দেখুন

স্থানীয় সূত্রের মতে, বাইসরানের তৃণভূমিতে পর্যটকরা ট্রেকিং এবং ঘোড়ায় চড়ার সময় সন্ত্রাসীরাগুলি চালায়। একজন মহিলা সাহায্যের জন্য জম্মু ও কাশ্মীরের পিসিআর-কে ফোন করেন এবং তিনি বলেন যে তাঁর স্বামীর মাথায় গুলি লেগেছে। তিনি দাবি করেন যে ৬-৭ জন পর্যটকও আহত হয়েছেন।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Kashmir Terrorist Attack: কাশ্মীরের পহেলগাঁওয়ের পর্যটকদের লক্ষ্য করে জঙ্গিদের গুলি! মৃত ১, আহত একাধিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল