ওই বৃদ্ধার শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কম ছিল। যার ফলে অস্ত্রোপচার করাও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। কিন্তু তার পরেও সেই মহিলার দেহ থেকে সেই বৃহৎ মাংসপিণ্ড বার করা হয়।
দুঙ্গরপুর মেডিক্যাল কলেজের স্ত্রী রোগ বিশেষজ্ঞ মনিকা দামর জানান, সেই বৃদ্ধা দীর্ঘ দিন ধরে পেটে ব্যাথায় ভুগছিলেন। হিমোগ্লোবিন কম থাকার কারণে অস্ত্রোপচারের সময় তাঁকে তিন ইউনিট রক্ত দেওয়া হয় । মঙ্গলবার সেই মহিলার অস্ত্রোপচার হয়।
advertisement
আরও পড়ুন- মহিলা ইন্সপেক্টরকে পাথর ছুঁড়ে পিটিয়ে মার বালি মাফিয়াদের, তুলকালাম
আরও পড়ুন- CBI-র বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন অভিষেক? উত্তর মিলতে পারে আজই
জানা যায়, দু'ঘণ্টা ধরে অস্ত্রোপচার হয়। এর পর সেই মহিলার পেট থেকে পাঁচ কেজির একটি মাংসপিণ্ড বার করা হয়। সেটির আকার নাকি ক্রমশ বেড়ে চলেছিল। সেই কারণেই আরও কষ্ট পাচ্ছিলেন মহিলা। অস্ত্রোপচারের পর সেই মহিলা এখন ভাল আছেন।