TRENDING:

Accident: লাদাখে হড়পা বানে ট্যাঙ্ক সমেত ভেসে গেলেন ৫ সেনা জওয়ান! শোকপ্রকাশ রাজনাথের

Last Updated:

Accident: লাদাখের ভারত-চিন সীমান্তে মৃত‍্যু পাঁচ সেনা জওয়ানের। দৌলত বেগ ওল্ডি এলাকায় ট‍্যাঙ্ক নিয়ে অনুশীলন করার সময় নদী পার হতে গিয়েই ঘটে দুর্ঘটনা। শনিবার সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে এই দু:সংবাদ জানানো হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: লাদাখের ভারত-চিন সীমান্তে মৃত‍্যু পাঁচ সেনা জওয়ানের। দৌলত বেগ ওল্ডি এলাকায় ট‍্যাঙ্ক নিয়ে অনুশীলন করার সময় নদী পার হতে গিয়েই ঘটে দুর্ঘটনা। শনিবার সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে এই দু:সংবাদ জানানো হয়েছে।
‘ভুলব না...’ লাদাখে অভ‍্যাস করছিলেন সৈনিকরা, হঠাত্‍ নদীর জলের তোড়, তলিয়ে গেলেন ৫ জওয়ান! মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ প্রতিরক্ষামন্ত্রীর
‘ভুলব না...’ লাদাখে অভ‍্যাস করছিলেন সৈনিকরা, হঠাত্‍ নদীর জলের তোড়, তলিয়ে গেলেন ৫ জওয়ান! মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ প্রতিরক্ষামন্ত্রীর
advertisement

সূত্রের খবর অনুযায়ী, জলের তোড়ে তলিয়ে যান পাঁচ সেনা জওয়ান। ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এক্স হ‍্যান্ডেলে তিনি লেখেন, ‘‘লাদাখে একটি নদী পার হওয়ার সময় দুর্ভাগ্যজনকভাবে একটি দুর্ঘটনায় আমাদের পাঁচ সাহসী ভারতীয় সেনা সৈন্যের প্রাণ হারানোয় আমরা গভীরভাবে দুঃখিত। জাতির প্রতি আমাদের বীর সেনাদের দৃষ্টান্তমূলক সেবা আমরা কখনও ভুলব না। শোকাহত পরিবারের প্রতি আমার আন্ত:রিক সমবেদনা। এই দুঃসময়ে জাতি তাদের পাশে রয়েছে।’’

advertisement

advertisement

সূত্রের খবর অনুযায়ী, লাইন অফ অ‍্যাকচুয়াল লাইন বা এলওসি টি-১২ ট‍্যাঙ্ক নিয়ে নদী পেরোনোর চেষ্টা করে সেনাবাহিনীর দলটি। তবে নদীর জল বাড়তে শুরু করে। ট‍্যাঙ্ক-সহ সেনা জওয়ানরা নদীর জলে ভেসে যান। কিছুক্ষণের মধ‍্যেই শুরু হয় উদ্ধারকাজ।

আরও পড়ুন: রূপকথার মতো সাফল‍্য! খ‍্যাতির শীর্ষে অভিনয়কে বিদায়, ইউপিএসসি পরীক্ষায় সফল হয়ে এখন আইএএস অফিসার, চেনেন অভিনেত্রীকে? র‍্যাঙ্ক জানলে মাথা ঘুরে যাবে

advertisement

জানা গিয়েছে, ঘটনাটি মন্দির মোড় এলাকা থেকে ১৪৮ কিলোমিটার দূরে ঘটেছে শুক্রবার রাত ১ টায় ঘটে এই দুর্ঘটনা। শোক নদীতে তলিয়ে যায় পাঁচ জওয়ানের দেহ।

বাংলা খবর/ খবর/দেশ/
Accident: লাদাখে হড়পা বানে ট্যাঙ্ক সমেত ভেসে গেলেন ৫ সেনা জওয়ান! শোকপ্রকাশ রাজনাথের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল