আরও পড়ুন: কলকাতার সরকারি-বেসরকারি হাসপাতালে গণহারে করোনা আক্রান্ত নার্সরা, পরিস্থিতি ভয়াবহ!
এ ছাড়া সংসদের অধিবেশনও শুরু হওয়ার মুখে। করোনার বিপুল সংক্রমণের মধ্যেই সংসদের বাজেট অধিবেশ শুরু হওয়ার কথা রয়েছে জানুয়ারির শেষ সপ্তাহে। গুরুত্বপূর্ণ এই অধিবেশনে অধিকাংশ সাংসদরা উপস্থিত থাকেন। দীর্ঘ সময় ধরে সংসদের উভয় করে বাজেট পেশ, আলোচনা ও তার পর বাজেট পাশ হয়। এই গোটা প্রক্রিয়াকে থামিয়ে রাখারও কোনও উপায় নেই। কিন্তু এই বিপুল সংখ্যায় কর্মীদের করোনা রিপোর্ট পজিটিভ আসার চিন্তায় রয়েছে কেন্দ্রীয় সরকার।
advertisement
আরও পড়ুন: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ছাড়াল ১৮ হাজার! কলকাতাতেই ৭ হাজার...
এমনিতে দেশের রাজধানীতে রোজই সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। রোজই নতুন নতুন করে অঞ্চল হচ্ছে কন্টেনমেন্ট জোন। সপ্তাহ শেষে কার্ফু করারও সিদ্ধান্ত নিয়েছে কেজরিওয়াল সরকার। কিন্তু কোনও কিছু করেই সংক্রমণ রোধ করা যায়নি এখনও। রাজধানীর এই সংক্রমণের ঢেউ কি এসে পড়ল সংসদেও, এখন সেটাই প্রশ্ন।