TRENDING:

অক্সফোর্ডের ভ্যকসিন নিতেই মৃতপ্রায় দশা! পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ চাইলেন এক ভারতীয় যুবক

Last Updated:

ট্রায়ালে অংশগ্রহণ করে বড় ধরনের শারীরিক ক্ষতির মুখে পড়েছেন, এই অভিযোগ জানিয়ে ওই ব্যক্তি বিরাট অঙ্কের ক্ষতিপূরণ দাবি করছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই: দিন কয়েক আগেই সেরাম ইন্সটিটিউট বলেছিল বিনা বাধায় ট্রায়াল চলছে। কিন্তু এবার সত্যিই বড় বাধার মুখে পড়ল ভারতে অক্সফোর্ড ভ্যাকসিন কোভিশিল্ডের ট্রায়াল। ট্রায়ালে অংশগ্রহণ করে বড় ধরনের শারীরিক ক্ষতির মুখে পড়েছেন, এই অভিযোগ জানিয়ে ওই ব্যক্তি বিরাট অঙ্কের ক্ষতিপূরণ দাবি করছেন।
advertisement

৪০ বছর বয়সি ওই ব্যক্তি চেন্নাইয়ের বাসিন্দা। তাঁর অভিযোগ কোভিশিল্ড ভ্যাকসিনের ট্রায়ালে অংশ গ্রহণ করে বড় পার্শ্বপ্রতিক্রিয়ার সম্মুখীন হয়েছেন তিনি। অভিযোগ, নার্ভাস ব্রেকডাউন-সহ একাধিক স্নায়বিক সমস্যা হচ্ছে তাঁর ভ্যাকসিন নেওযার পর থেকেই।

এই কারণে তিনি পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিস পাঠিয়েছেন সেরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়াকে। পাশাপাশি তিনি চাইছেন অতিদ্রুত অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকা ভ্যাকসিন ট্রায়াল বন্ধ হোক ভারতে।

advertisement

ওই ব্যক্তির দাবি এই ভ্যাকসিন আদৌ সুরক্ষিত নয়, ফলে পরীক্ষা, উৎপাদন বা সরবরাহ সবই বন্ধ রাখতে হবে ভারতীয় সংস্থাকে। এই মর্মে আইনি চিঠিও পাঠিয়েছেন তিনি সেরাম ইন্সটিটিউটে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সেরাম ইন্সটিটিউট ভারতে অক্সফোর্ড এবং অ্যাস্ট্রোজেনেকার সঙ্গে চুক্তিবদ্ধ এই কোভিশিল্ড তৈরির ব্যপারে। সম্প্রতি সেরাম কর্তা আদর পুনাওয়ালা বলেছেন, অনুমোদন পেলে ভারতে কোভিড ভ্যাকসিন পাওয়া যেতে পারে জানুয়ারিতেই। ভারতে ৩০০ কোটি ডোজ কোভিশিল্ড উৎপাদন হওয়ার কথা।

বাংলা খবর/ খবর/দেশ/
অক্সফোর্ডের ভ্যকসিন নিতেই মৃতপ্রায় দশা! পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ চাইলেন এক ভারতীয় যুবক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল