ঠানে: শুক্রবার সন্ধ্যায় মহারাষ্ট্রের ঠানে জেলার অম্বরনাথ ফ্লাইওভারে একটি মর্মান্তিক দুর্ঘটনায় কমপক্ষে চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। জানা গিয়েছে গাড়ি চালানোর সময় চালক হার্ট অ্যাটাকের শিকার হন, যার ফলে তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারে বেশ কয়েকটি বাইক এবং স্কুটিকে ধাক্কা মারে।
আরও পড়ুন: ফের বিকাশ ভবন অভিযান নয়া চাকরিপ্রার্থীদের! অভিজ্ঞতার নম্বর বাতিল, শূন্যপদ বৃদ্ধির দাবি
advertisement
দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে। পুলিশের মতে, সংঘর্ষের অভিঘাত এতটাই গুরুতর ছিল যে একটি বাইকের চালক ধাক্কার জেরে ফ্লাইওভার থেকে নীচে রাস্তায় পড়ে যায়।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে একটি দ্রুতগামী গাড়ি ব্যস্ত ফ্লাইওভারে একাধিক টু-হুইলারকে ধাক্কা মারছে। সংবাদমাধ্যম India Today–র একটি রিপোর্ট অনুযায়ী, শিবসেনার লোকাল নির্বাচনী প্রার্থী, কিরণ চৌবে তার সহায়ক এবং চালক, লক্ষ্মণ শিন্ডের সঙ্গে গাড়িতে ছিলেন। শিন্ডে, যিনি হার্ট অ্যাটাকের শিকার হন, গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের ডিভাইডার পেরিয়ে চার থেকে পাঁচটি অন্যান্য গাড়িকে ধাক্কা মারে।
আরও পড়ুন: আর ৩ মাসও নেই, টি২০ বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান! জানা গেল দিনক্ষণ
ওই প্রতিবেদনে জানা গিয়েছে, চৌবেকে স্থানীয়রা গাড়ি থেকে উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে যান। চৌবে এখন স্থিতিশীল অবস্থায় রয়েছেন এবং তার দুই সহায়কের সাথে পর্যবেক্ষণে রয়েছেন। এই ঘটনায় গাড়ির চালক শিন্ডে এবং দুই স্থানীয় যুবক, সুমিত চেলানি এবং শৈলেশ যাদব ঘটনাস্থলেই মারা যান।
