TRENDING:

পিএনবি কেলেঙ্কারি মামলায় পুলিশ হেফাজতে নীরবের সংস্থার চার আধিকারিক

Last Updated:

সিবিআই এবং ইডির পর এবার আয়কর দফতরের নিশানায় নীরব মোদি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সিবিআই এবং ইডির পর এবার আয়কর দফতরের নিশানায় নীরব মোদি। সূত্রের খবর, কালো টাকা আইনে নীরবকে জেরা করতে চায় আয়কর বিভাগ। জিজ্ঞাসাবাদের জন্য আগামী ২৭ মে আয়কর বিভাগের দফতরে তলব করা হতে পারে নীরব মোদিকে। তার জন্য নোটিস পাঠাচ্ছে আয়কর দফতর।
advertisement

এদিকে পিএনবি কেলেঙ্কারি মামলায় নীরব মোদির সংস্থার CFO সমেত চার আধিকারিককে পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিল সিবিআই আদালত ৷ নীরব মোদির আইনজীবী ইতিমধ্যেই আদালতে ২টো আবেদনপত্র জমা করেছেন ৷ সেখানে সিবিআই এখনও পর্যন্ত নীরব মোদির যত সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, তার একটি তালিকা দেওয়ার জন্য আবেদন করেছে তিনি ৷ এছাড়া সিবিআই ইতিমধ্যেই নীরব মোদির সংস্থার যে দুটি সার্ভার ব্লক করেছে, তার একটি অন্তত যেন আনব্লক করা হয় বলে আদালতে আবেদন জানিয়েছেন নীরবের আইনজীবী ৷ নাহলে সংস্থার কাজ চালানোই এখন অসম্ভব হয়ে পড়েছে বলে দাবি তাঁর ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আজ, বুধবার মুম্বইয়ে নীরব মোদির একটি ফার্ম হাউজ সিল করে দিয়েছে সিবিআই। আলিবাগের ওই খামার বাড়িটির দাম ৩২ কোটি টাকা। ২০০৪ সালে এটি কেনা হয়। নীরব মোদির ওই ফার্ম হাউজ আয়তনে ১২ হাজার বর্গ ফুটের বেশি।

বাংলা খবর/ খবর/দেশ/
পিএনবি কেলেঙ্কারি মামলায় পুলিশ হেফাজতে নীরবের সংস্থার চার আধিকারিক