এদিকে পিএনবি কেলেঙ্কারি মামলায় নীরব মোদির সংস্থার CFO সমেত চার আধিকারিককে পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিল সিবিআই আদালত ৷ নীরব মোদির আইনজীবী ইতিমধ্যেই আদালতে ২টো আবেদনপত্র জমা করেছেন ৷ সেখানে সিবিআই এখনও পর্যন্ত নীরব মোদির যত সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, তার একটি তালিকা দেওয়ার জন্য আবেদন করেছে তিনি ৷ এছাড়া সিবিআই ইতিমধ্যেই নীরব মোদির সংস্থার যে দুটি সার্ভার ব্লক করেছে, তার একটি অন্তত যেন আনব্লক করা হয় বলে আদালতে আবেদন জানিয়েছেন নীরবের আইনজীবী ৷ নাহলে সংস্থার কাজ চালানোই এখন অসম্ভব হয়ে পড়েছে বলে দাবি তাঁর ৷
advertisement
আজ, বুধবার মুম্বইয়ে নীরব মোদির একটি ফার্ম হাউজ সিল করে দিয়েছে সিবিআই। আলিবাগের ওই খামার বাড়িটির দাম ৩২ কোটি টাকা। ২০০৪ সালে এটি কেনা হয়। নীরব মোদির ওই ফার্ম হাউজ আয়তনে ১২ হাজার বর্গ ফুটের বেশি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 21, 2018 8:01 PM IST