TRENDING:

সিকিমে বরফের চাদরে চাপা পড়ে অনাহারে মৃত ৩০০ চমরি গাই

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গ্যাংটক: উত্তর সিকিমের ইয়ামথাং ৷ পর্যটকদের অন্যতম পছন্দের জায়গাই আজ শ্মশান ! সারি সারি দিয়ে মাটিতে শোয়ানো রয়েছে ইয়াক ৷ ভয়াবহ তুষারপাত কেড়ে নিয়েছে তাদের প্রাণ ৷
advertisement

গত বছরের শেষের দিকে ভয়াবহ তুষারপাতের সাক্ষী হয়েছিল সিকিম ৷ অবিরাম তুষারপাতের জেরে আটকে গিয়েছিলেন ৩ হাজারেরও বেশি পর্যটক ৷ সেনা এবং পুলিশ কর্মীদের সহায়তায় উদ্ধার করা হয়েছিল পর্যটকদের ৷ কিন্তু সেই বরফের স্তুপেই চাপা পড়ে গিয়েছিল ৩০০-রও বেশি ইয়াক ৷ অবশেষে, উদ্ধার করা হয়েছে তাদের মৃতদেহ ৷

উত্তর সিকিমের জেলা প্রশাসক যাদব জানিয়েছেন, ভয়াবহ তুষারপাতের জেরে গত বছরের ডিসেম্বর থেকে এরা কিছু খেতে পায়নি ৷ সেই কারণে অনাহারে মৃত্যু হয়েছে তাদের ৷ ইয়ামথাং ছাড়াও মুকুথাং থেকেও উদ্ধার হয়েছে ইয়াকদের মৃতদেহ ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

পাহাড়ে মাল বয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অন্যতম ভরসা এই ইয়াকের উপর ৷ রোজগারের জন্য ইয়ামথাং এবং মুকুথাংয়ের বাসিন্দারা এই প্রাণীটির উপরই ভরসা করে চলেন ৷ এই ভয়াবহ তুষারপাতের জেরে যেসমস্ত পরিবার এই পোষ্যটিকে হারিয়েছেন ৷ সেই সমস্ত পরিবারের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে প্রশাসনের তরফে ৷

বাংলা খবর/ খবর/দেশ/
সিকিমে বরফের চাদরে চাপা পড়ে অনাহারে মৃত ৩০০ চমরি গাই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল