TRENDING:

Tripura: বিধানসভা ভোটের আগে ত্রিপুরায় বাম শিবিরে ভাঙন, পেচারথলে সভা তৃণমূলের

Last Updated:

এই পথসভাতেই রাজীব বন্দ্যোপাধ্যায় ও সুস্মিতা দেবের উপস্থিতিতে ১০৬টি পরিবারের ৩০০ জন ভোটার সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলে সূত্রের খবর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ত্রিপুরা: বিধানসভা নির্বাচনের আগে ত্রিপুরায় বাম শিবিরে বড় ভাঙন। কমপক্ষে ৩০০ জন বাম সমর্থক যোগ দিলেন তৃণমূলে। পেচারথলে উদ্বোধন হল তৃণমূলের নতুন কার্যালয়।
advertisement

এদিন নতুন কার্যালয় উদ্বোধনের পরে মিছিলও করে তৃণমূল। শেষে হয় পথসভা। পেচারথল বাজারে এক বড় মিছিলের আয়োজন করেন স্থানীয় নেতৃত্ব। পাশাপাশি, পেচারথল গেটের কাছে পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি পূর্ণিতা চাকমা-সহ অন্য নেতৃবৃন্দেরা।

advertisement

আরও পড়ুন: কৃষকদের জন্য বড়সড় সিদ্ধান্ত সরকারের! কৃষি খাতে এ-বার তৈরি হবে ৩ সমবায় সমিতি!

এই পথসভাতেই রাজীব বন্দ্যোপাধ্যায় ও সুস্মিতা দেবের উপস্থিতিতে ১০৬টি পরিবারের ৩০০ জন ভোটার সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলে সূত্রের খবর।

আরও পড়ুন: স্বপ্নের মতো শহরের আয়ু আর মাত্র কটা দিন! ধ্বংসের পিছনে কারণ জানলে অবাক হবেন

advertisement

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজীব বলেন, "আপনারা দেখতে পাচ্ছেন মানুষের তৃণমূল কংগ্রেসের পক্ষে ও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সমর্থন রয়েছে। এত প্রতিকূলতা, আমাদের এত নেতাদের উপরে আক্রমণ হচ্ছে, তারপরেও মানুষ যে রাস্তায় নেমেছেন। এটাই প্রমাণ করে যে, তৃণমূল কংগ্রেস আগামিদিনে বিজেপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে।"

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব বলেন, "আমরা চাই আগামিদিনে জনসাধারণের আশীর্বাদে এই বিধানসভা জিতে এই এলাকার উন্নয়ন করতে। মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজগুলো পশ্চিমবঙ্গে করে দেখিয়েছেন, সেই সুশাসন আমরা ত্রিপুরায় আনতে চাইছি। মানুষের আশীর্বাদের আশা রেখে মাঠে নেমেছি এবং ত্রিপুরার মানুষের উন্নয়নের জন্য কাজ করব।"

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Tripura: বিধানসভা ভোটের আগে ত্রিপুরায় বাম শিবিরে ভাঙন, পেচারথলে সভা তৃণমূলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল