TRENDING:

চলন্ত ট্রেন থেকে কিকি চ্যালেঞ্জ, শাস্তিস্বরূপ রেল স্টেশন পরিষ্কার করবে ৩ ইউটিউবার

Last Updated:

ভিরার স্টেশনের ১ নং প্ল্যাটফর্মে এই কান্ড করেছিলেন ৩ ইউটিউবার নিশান্ত শাহ, ধ্রুব অনিল শাহ ও শ্যাম রাজকুমার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বারবার নিষেধাজ্ঞা জারি করা সত্ত্বেও কোনও লাভ হয় নি । কিকি চ্যালেঞ্জ নিয়ে একাধিকবার সতর্ক করেছে মুম্বই পুলিশ । আমল দেননি কেউই । এবার তারই ফলস্বরূপ গ্রেফতার হলেন ৩ যুবক । আর শাস্তি ? আরও অভিনব ।
advertisement

র‍্যাপার ড্রেকের 'ইন মাই ফিলিংস'এর তালে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়েই চলছিল কিকি চ্যালেঞ্জ । ভিরার স্টেশনের ১ নং প্ল্যাটফর্মে এই কান্ড করেছিলেন ৩ ইউটিউবার নিশান্ত শাহ, ধ্রুব অনিল শাহ ও শ্যাম রাজকুমার । সেই ভিডিও আপলোড হয় ইউটিউবেও । ২০ লক্ষ দর্শক দেখেও ফেলেছেন সেই ভিডিও ।

আরও পড়ুন: তাঁকে নিয়ে দুই প্রেমিকের ঝগড়া, তাই তিন নম্বরকেই বাছলেন মহিলা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এরপরই ভিডিওতেই দেখতে পাওয়া একটি অ্যাম্বুলেন্সের সূত্র ধরে বুধবার তিন যুবককে গ্রেফতার করেছে রেল পুলিশ । এক পুলিশ অফিসার জানিয়েছেন গ্রেফতার হওয়ার সময় অনেক কান্নাকাটি ও আর্জি জানালেও লাভ হয় নি । শাস্তিস্বরূপ সপ্তাহে তিনদিন ভাসাই রেল স্টেশন পরিষ্কার করার দায়িত্ব দেওয়া হয়েছে তিনজনকে ।  বেলা ১১টা থেকে দুপুর ২টো ও দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কাজ করার পাশাপাশি অন্যান্য যাত্রীদের কিকি চ্যালেঞ্জের বিরুদ্ধে সতর্ক করতেও হবে তাঁদের । শুধুমাত্র তাই নয়, প্রমাণ হিসেবে এই কাজের ভিডিও ফুটেজ ও বানাতে তাঁদের । আদালতেও দেখাতে হবে এই ফুটেজ ।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
চলন্ত ট্রেন থেকে কিকি চ্যালেঞ্জ, শাস্তিস্বরূপ রেল স্টেশন পরিষ্কার করবে ৩ ইউটিউবার