পুলিশ জানিয়েছে, বিজেপি-র পঞ্চায়েত সদস্যকে অপহরণ ও খুনের সঙ্গে জড়িত ছিল মৃত জঙ্গিদের মধ্যে দু জন৷ দিন দশেক আগে নিসার আহমেদ ভাট নামে ওই পঞ্চায়েত সদস্যকে অপহরণ করা হয়৷ বৃহস্পতিবার তাঁর মৃতদেহ পাওয়া যায়৷ শুক্রবার রাত থেকে দক্ষিণ কাশ্মীরের জাদুরা এলাকায় জঙ্গি দমন অভিযান শুরু করে কেন্দ্রীয় বাহিনী৷
advertisement
কাশ্মীরের আইজিরি বিজয় কুমারের কথায়, 'পঞ্চায়েত সদস্যকে খুনের ঘটনায় জড়িত জঙ্গিকে আমরা শেষ করেছি৷ সেনা, পুলিশ ও সিআরপিএফ-এর যৌথ ভাবে অপারেশন শুরু হয়েছে৷ একজন জঙ্গি আত্মসমর্পণ করেছে৷ তাকে আমরা হেফাজতে নিয়েছি জেরার জন্য৷'
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 29, 2020 8:22 AM IST