TRENDING:

সাত সকালে কাশ্মীরে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে খতম ৩ জঙ্গি

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কুলগাম: নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে নিহত হল ৩ জঙ্গি। আজ রবিবার ভোররাতে জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার খুদওয়ানি এলাকায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ বাধে নিরাপত্তারক্ষীদের। দু'পক্ষের সংঘর্ষ এখনও জারি।
advertisement

শ্রীনগর থেকে ৭০ কিমি দূরে খুদওয়ানির ওয়ানি মহল্লাতে লুকিয়ে রয়েছে জঙ্গিরা। গোপন সূত্রে এই খবর পেয়ে আজ ভোররাতে অভিযান চালায় সেন্ট্রাল রিজ়ার্ভ পুলিশ ফোর্স। তাদের সঙ্গে যোগ দেয় সেনার একটি দল ও রাজ্য পুলিশ।

এলাকাটি নিরাপত্তারক্ষীরা ঘিরে ফেলার পর গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেন জওয়ানরা। এখনও পর্যন্ত গুলির লড়াইয়ে ৩ জঙ্গি নিহত হয়েছে। তাদের কাছ থেকে তিনটি অস্ত্র উদ্ধার হয়েছে। অভিযান এখনও জারি রয়েছে। এদিকে, এলাকাটি নিরাপত্তারক্ষীরা ঘিরে ফেলার পর স্থানীয় কিছু মানুষ তাদের লক্ষ্য করে ইট ছোড়ে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের সংস্কৃতি-পরম্পরার অবিশ্বাস্য মেলবন্ধন! আইআইটি খড়গপুরে মন ভাল করা দৃশ্য
আরও দেখুন

গতকাল কুলগামে সেলিম আহমেদ শাহ নামে এক পুলিশকর্মীর মৃতদেহ উদ্ধার হয়। শুক্রবার রাতে তাঁকে বাড়ি থেকে অপহরণ করেছিল জঙ্গিরা। আজ নিকেশ হওয়া জঙ্গিরা ওই অপহরণের সঙ্গে যুক্ত ছিল বলে সন্দেহ।

বাংলা খবর/ খবর/দেশ/
সাত সকালে কাশ্মীরে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে খতম ৩ জঙ্গি