শ্রীনগর থেকে ৭০ কিমি দূরে খুদওয়ানির ওয়ানি মহল্লাতে লুকিয়ে রয়েছে জঙ্গিরা। গোপন সূত্রে এই খবর পেয়ে আজ ভোররাতে অভিযান চালায় সেন্ট্রাল রিজ়ার্ভ পুলিশ ফোর্স। তাদের সঙ্গে যোগ দেয় সেনার একটি দল ও রাজ্য পুলিশ।
এলাকাটি নিরাপত্তারক্ষীরা ঘিরে ফেলার পর গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেন জওয়ানরা। এখনও পর্যন্ত গুলির লড়াইয়ে ৩ জঙ্গি নিহত হয়েছে। তাদের কাছ থেকে তিনটি অস্ত্র উদ্ধার হয়েছে। অভিযান এখনও জারি রয়েছে। এদিকে, এলাকাটি নিরাপত্তারক্ষীরা ঘিরে ফেলার পর স্থানীয় কিছু মানুষ তাদের লক্ষ্য করে ইট ছোড়ে।
advertisement
গতকাল কুলগামে সেলিম আহমেদ শাহ নামে এক পুলিশকর্মীর মৃতদেহ উদ্ধার হয়। শুক্রবার রাতে তাঁকে বাড়ি থেকে অপহরণ করেছিল জঙ্গিরা। আজ নিকেশ হওয়া জঙ্গিরা ওই অপহরণের সঙ্গে যুক্ত ছিল বলে সন্দেহ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 22, 2018 10:18 AM IST