TRENDING:

শরীর ছুঁতে দেয়নি, ঝোপে নিয়ে গিয়ে মেয়েটিকে পিটিয়ে মেরে গাছে ঝোলাল ওরা!

Last Updated:

পুলিশ জানিয়েছে, স্কুলে গান্ধি জয়ন্তীর অনুষ্ঠান শেষে সাইকেলে চড়ে বাড়ি ফিরছিল মেয়েটি৷ বেশ কয়েকদিন ধরেই মেয়েটিকে উত্যক্ত করছিল ৩ ব্যক্তি৷ মঙ্গলবার লোকগুলি ওঁত পেতেছিল মেয়েটির জন্য৷ রাস্তার ধারে ওরা মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে৷ তুলে নিয়ে চলে যায় পাশের ঝোপে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লখনৌ: লালসা মেটাতে ১৫ বছরের কিশোরীকে ধর্ষণ করতে চেয়েছিল ৩ ব্যক্তি৷ কিশোরীটি সম্মান বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে৷ রাগে মেয়েটিকে পিটিয়ে মেরে গাছে ঝুলিয়ে দিল ওরা৷ মঙ্গলবার বিকেলে নৃশংস ঘটনাটির সাক্ষী উত্তরপ্রদেশের মেইনপুরী জেলা৷ ৩ জনকেই গ্রেফতার করা হয়েছে৷
advertisement

পুলিশ জানিয়েছে, স্কুলে গান্ধি জয়ন্তীর অনুষ্ঠান শেষে সাইকেলে চড়ে বাড়ি ফিরছিল মেয়েটি৷ বেশ কয়েকদিন ধরেই মেয়েটিকে উত্যক্ত করছিল ৩ ব্যক্তি৷ মঙ্গলবার লোকগুলি ওঁত পেতেছিল মেয়েটির জন্য৷ রাস্তার ধারে ওরা মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে৷ তুলে নিয়ে চলে যায় পাশের ঝোপে৷

মেয়েটি নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে৷ এরপরই তিন জনে ধর্ষণ করবে বলে মেয়েটিকে পিটিয়ে মারতে শুরু করে৷ মার সইতে সইতে এক সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করে দেয় একাদশ শ্রেণির ওই ছাত্রী৷ তারপর রক্তাক্ত দেহটি ওরা ঝুলিয়ে গাছে৷

advertisement

উত্তরপ্রদেশের অত্যন্ত খারাপ আইনৃশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে ইতিমধ্যেই চাপের মুখে সরকার৷ যোগী আদিত্যনাথকে তুলোধনা করছে বিরোধীরা৷ এর মধ্যে একাদশ শ্রেণির মেয়েটির ঘটনায় ক্ষোভে ফুঁসছে রাজ্যের মানুষ৷

আরও ভিডিও: আদিবাসী মহিলাকে গণধর্ষণ

বাংলা খবর/ খবর/দেশ/
শরীর ছুঁতে দেয়নি, ঝোপে নিয়ে গিয়ে মেয়েটিকে পিটিয়ে মেরে গাছে ঝোলাল ওরা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল